ধোনি কবিতা – জ্যোতি্ময় মণ্ডল
ধোনি মানে চেন্নাই বাসির থালা, ধোনি মানে ক্যাপ্টেন
শেষ ওভারে ফিনিশিং এর সবচেয়ে সেরা ব্রেইন।
ধোনি মানে ২০০৭,২০১১,২০১৩ -এর কাপ
ধোনি ক্রিজে থাকা মানেই সব বোলারের চাপ
ধোনি মানে শেষ বলে ছয়,
ধোনি মানে সেরা বলারের চোখে ও ভয়।
ধোনি মানে কিপিং এর ভগবান,
ধোনি মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমে যার অনেক – -অবদান।
ধোনি মানে যার নেতৃত্বে চেন্নাই তিনবার আইপিএল- -জয়
ধোনি শুধু আমার কাছে একটা নাম নয়।
ধোনি মানে ভক্তের ভগবান, ধোনি মানে কুল-
তুমি যদি ভাবো সে বুড়ো, তাহলে সেটা বড় ভুল,
ধোনি মানে ২০১১ বিশ্বকাপে ছয় মেরে ম্যাচ শেষ
ধোনি মানে যার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের- -দেশ।
ধোনি মানে যার প্রশংসা শুনলে দারুন লাগে,
ধোনি মানে যার পা ছোঁয়ার স্বপ্ন মনে জাগে,
ধোনি মানে বাবা-মার পরে যাকে সবচেয়ে বেশি- -করি শ্রদ্ধা
ধোনি মানে হেলিকপ্টার শট, ধোনি মানে অসাধারণ- -যোদ্ধা।
আমি গর্বিত আমি ধোনির ফ্যান,
ধোনি মানে আমার প্রিয় ব্যাটসম্যান,
ধোনি মানে আমার প্রিয় কিপার।
ধোনি কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
আসমান সে ভি উঁচা