বাংলা ওয়েবজিন কলম-পাতুরি
বাংলা সাহিত্যের ধারাগুলিকে বিভিন্ন আঙ্গিকে প্রকাশ করার কল্পনা নিয়েই আমাদের এই উদ্যোগ, সাহিত্য এবং সংস্কৃতির প্রথম বাংলা ওয়েবজিন । বাঙালি মানেই রসচেতনা । আর খাদ্যরসিক বাঙালির, সংস্কৃতির স্বাদ আস্বাদনের এই আঙিনায় হোক আন্তরিক মেলবন্ধন।

এখন আপনিও আপনার লেখা জমা দিতে পারেন খুব সহজেই। যে কোন লেখা পাঠাতে পারেন। গল্প, কবিতা, উপন্যাস কিংবা কমিক্স। আপনার পাঠানো লেখা পোস্ট করা হবে এই বাংলা ওয়েবজিন । তাই আর দেরি কেন। এখনি পাঠিয়ে দিন আপনার সংগৃহীত গল্প, কবিতা বা অন্যান্য সাহিত্য কর্ম।
লেখার নিয়মাবলী
- কলম পাতুরি প্রকাশের পূর্বে অন্য কোথাও প্রকাশিত লেখা গ্রহনযোগ্য নয়।
- কলম পাতুরি প্রকাশিত লেখার স্বত্ব লেখকের নিজের। সুতরাং লেখক যেকোনো জায়গায় লেখাটি সম্পাদনাযুক্ত কিংবা সম্পাদনাবিহীনভাবে প্রকাশ করার অধিকার রাখে।
- লেখা অন্য কোন মাধ্যমে প্রকাশিত হওয়া যাবে না। তবে নিজের ফেসবুক ওয়ালে আগেই পোস্ট হয়ে থাকলে লেখা পাঠানোর সময় তা ডিলিট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
- আপনার পাঠানো লেখা সম্পাদক দ্বারা সম্পাদনা করা অধিকার রাখে।
- কোনো রকম রাজনৈতিক উস্কানিমূলক, নির্দিষ্ট ধর্ম বা জনগোষ্ঠীকে আঘাত করা, উগ্রতাপূর্ণ, নাশকতামূলক, যৌনবিকৃত কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা গ্রহনযোগ্য নয়
- লেখায় পূর্ণ মাত্রায় সাহিত্য ও সৃজনশীলতার ছোয়া থাকতে হবে। মনে রাখবেন লেখকদের ব্যাক্তিগত প্রেমপত্রও এক একটি সাহিত্য কর্ম বলে বিবেচিত হতে পারে।
- প্রকাশিত লেখার দায়ভার লেখকের সম্পূর্ণ নিজের। কলম পাতুরি এ বিষয়ে কোনো দায় গ্রহণ করবে না।
- প্রকাশিত লেখা আপনার স্যোশাল প্রোফাইলগুলোতে শেয়ার করতে পারেন।
- লেখার সাথে অবশ্যই লেখকের পরিচিতি, মানানসই একটি ছবি এবং লেখকের ছবি দেবেন।