কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » সূচনা পর্ব » কবিতা » আমি | বীণাপানি দাস

আমি | বীণাপানি দাস

Bengali Magazine

আমি

বাস্তবে আমি তোমাদেরই মতো,একই গায়ের রং

ভাবনাতে কেউ হিঁজড়া বলে, আবার কেউবা বলে ঢং।

তবে আমি নিজেকে মানুষ ভাবি, লিঙ্গে করিনা ভেদ

শুধু তোমাদের ওই কটুকথা, রোজ হৃদয়ে করে ছেদ।

পুরুষের শরিরে বসবাস করেও, মন থেকে আমি নারী

ঈশ্বরের দেওয়া আশীর্বাদকে বলো বর্জন কেমনে করি।

তোমরা প্রকাশ্যে মাথায় সিঁদুর লাগাও, আমি লুকিয়ে পরি শাড়ি

কিন্তু সমাজ আমাকে বলে নির্লজ্জ বেহায়া, তোমাদের বলে নারী।

ভবিষ্যতের স্বপ্ন আমিও দেখি,  জীবনে বাঁচতে চাই হেঁসে

কথা দিচ্ছি ক্ষতি করবো না,  একবার নাওনা ভালোবেসে।

তোমাদেরই মতো মানুষ আমি, হাত পা চোখ কান আছে

তবে ঘৃণার দৃষ্টি সরিয়ে কেনো, আসো না আমার কাছে।

অর্ধাঙ্গিনীর মূর্তি ঘরের দেওয়ালে, আর রাস্তায় পড়া আমি

আমাকে সকল লাচ্ছনা দিয়ে, মূর্তিকে করো দামী।

এ তোমাদের কেমন বিচার, বুঝিনা আমি কিছু

তোমরা কেবল আমার শরীর দেখো, মনুষ্যত্বের করোনা পিছু।

তারপরেও সব সহ্য করে, আমি বাঁচতে চাই সমাজের মাঝে

মহিলা নয়, পুরুষ ও নয়, আমার আমি সত্তার সাজে।।

বীণাপানি দাস

error: Content is protected !!