ফেরা কবিতা - শক্তিপ্রসাদ ঘোষ অতীত টা ব্যাগে নিয়ে তুমি চলে যাবার পর আমি দাঁড়িয়ে অন্ধ চৌমাথায়, নিস্তব্ধতার চাঁদর জড়িয়ে সব স্বপ্ন গুলো আগুনে ধিক ধিক করে জ্বলছে পথের ধারে। তবুও ফিরে আসি ফিরে দেখিনি আগুন জ্বলার স্মৃতি শুধু ফিরে দেখি তোমার ফিরে যাওয়ার গদ্য।
ফেরা কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
বসন্ত ফেরে