কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » বাসন্তিকা সংখ্যা » রঙিন ঋতুরাজ

রঙিন ঋতুরাজ

রঙিন ঋতুরাজ কবিতা – পায়েল গোস্বামী

বসন্ত আসে, এক অনন্ত ভালোবাসায়            

বাঙ্গালীর প্রাণে |

বসন্ত আসে, এক উন্মত্ত উন্মাদনা              

আকুল মনে |

বসন্ত আসে, একরাশ সুখানন্দে মাতিয়ে দিতে |

বহু জনমের অধীর প্রতীক্ষার,অবসান মেটাতে |

আজ, কৃষ্ণচূড়া যেন নবীন আলোয় দীপ্ত…

রক্তবর্ণে গালিচা পেতেছে,          

তোমাকে জানাতে সুস্বাগত |

বাসন্তিকার অন্তরাত্মা তুমি, 

তোমার অভ্যর্থনাতে বিচলিত তাই                                  

আমার জন্মভুমি |

বসন্ত, তুমি এলে নিয়ে এলে,নতুন আলোর বার্তা, 

তুমি এলে বিশ্বহৃদয় তাই একই সুরে বাঁধা |

গহীন বনে আজ পেখম মেলেছে ময়ূর ময়ূরী |

সাথে কোকিলের কুহুতানে                

ঝড়ছে নিবিড় প্রণয় মাধুরী |

আজ অলি গুঞ্জরিয়া যায় পুষ্প কাননে,

তারা যে উচ্ছবসিত প্রাণ,

এতো দিন পুড়ছিল  তীব্র দহনে |

ম্রিয়মাণ তটিনীও আজ লিখেছে,                         

প্রাণময় প্রেমের কাহিনী |

ঝর্ণার শব্দে,নৃত্যের ছন্দে,                      

যেন সে প্রাণোচ্ছল নন্দিনী |

বসন্ত তোমার জন্য পলাশে,শিমুলে                        

আজ আবির রাঙা দিগন্ত |

প্রেম রসের রাজন্য তুমি,                 

তোমাতে সিন্গ্ধতা অফুরন্ত |

হে ঋতুরাজ,একা তুমিই রঙিন নও,

বর্ষের শেষ বেলায়,রঙের দূত হয়ে

۔۔۔۔আমাদেরও রাঙিয়ে দিয়ে যাও| 

রঙিন ঋতুরাজ কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!