কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

ভালো মন

ভালো মন প্রেমের গল্প – তপন মাইতি

ফাঁকা রাস্তাটায় অনেকক্ষণ ধরে হাঁটছে নিরু। এককালে প্রায় দেখা যেত দুজনকে।আজ কারোর সত্যিকারের সানাই বাজছে আর কারোর মনে করুন সানাই বাজছে।আজ তার বয়ফ্রণ্ডের বিয়ে। এতে তার কোন ক্ষোভ নেই।নেই কোন আক্ষেপ। আছে শুধু একরাশ অণুযোগ অভিযোগ…।কেনই বা থাকবে না বলো তার? বুঝল মানুষের কত রকমের অজুহাত হয়।কলকাতা বি.টেক কলেজে পড়তে এসে আবীরের সাথে প্রথম আলাপ।বলতে পার জীবনের প্রথম ভালোলাগার আলাপন।খুব পছন্দ।প্রথম প্রথম কত খেয়াল। হাত ধরে রবীন্দ্র সদন ভিক্টোরিয়া গঙ্গার ঘাট ময়দানে বসা ।ফুচকা ঝাল মুড়ি বাদাম চিবাতে চিবাতে রাতে অনেক রাতে হোস্টেলে ঢোকায় ঝামেলা।হাত ধরে ঘোরা প্রথম ভ্যালেন্টাইন।গোলাপ,প্রমিস,প্রপোজ,টেডি,চকলেট, প্রথম চুম্বন, আলিঙ্গন, কনফেশন,ফ্যাটিং,পারফিউম সব হল।তারপর সম্পর্কটা গড়িয়ে যায় প্রেম-ভালোবাসা পর্যন্ত। বুঝল প্রেম কর কিন্তু যাকে তাকে বিয়ে করা যায় না। তার বয়ফ্রণ্ড আবীর শুধু টাকা টাকা করে। টাকার পেছনে ছোটে। টাকার জন্য সে সব কিছুই করতে পারে। উচ্চসমাজ উচ্চাবিলাশ তার নিত্য আসা যাওয়া।মধ্যবিত্ত গ্রাম্য মেয়ে নিরু। তার এত চাওয়া পাওয়া নেই। মেয়ে বলে হয়ত আরও স্পেশাল কিছু থাকতে নেই এই পুরুষশাষিত সমাজে।এসব নিয়ে জল ঘোলা করবার ইচ্ছে থাকলেও উপায় নেই। চলে যাওয়ার মতো হলেই হবে। এজন্য পটলো না বিচ্ছেদ হল তার সাথে।এখন শুধু ব্রেকআপ আর মিসিং ডে।ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে মাধ্যমিক ক্লাসমেট সুবোধের সাথে হঠাৎ করে দেখা। কী ব্যাপার তুই এখানে একা…কী করিস এখানে? এই ফাঁকায়?লাজুক সুবোধ একটু ম্যাচিয়রভাবে বলল কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় এম.এস.সির লাস্ট সেমিস্টার তো তাই।আর তুই? একটু অপ্রস্তুত হয়ে বলল ইলেকট্রিক্যালে এম.টেকের ফার্স্ট ইয়ার চলছে।জব খুঁজছি। এ শহরে বড় একা লাগে খুব। ভাগ্যটা ভালো যে মাধ্যমিকে জ্যামিতিটা পরীক্ষায় দেখিয়েছিলি সময় মতো নয়তো গণিতে আমার লেটার পাওয়া হত না। বড় উপকার হল তোর সাথে দেখা হয়ে। ভালো থাকিস। আর হ্যাঁ তোর ফোন নম্বরটা দে?কোন অসুবিধা থাকলে না দিতে পারিস।নম্বরটা পেয়ে যেন নিজস্ব পৃথিবী পেল একটা…

ভালো মন গভীরে প্রেমের গল্প – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!