মানব থমকে যা ছোটগল্প – ড . ময়ূরী মিত্র
বছর কয়েক আগে একবার কাজিরাঙা জঙ্গলে গিয়েছিলাম পাখি দেখব বলে | পাখি দেখা , পাখির নাম জানা ,পাখির ভাবভঙ্গি ,সুখদুখ বোঝার ভীষন ইচ্ছে হয় আমার | প্রত্যেক জঙ্গলে পাখিকে পরিচয় করানোর একধরনের স্পেশাল গাইড থাকেন | এঁদের আমি বলি পাখিকথক | পাখির কথা না বোঝার ব্যথাটুকু আমি পুরিয়ে নিই পাখিকথকদের সাথে গল্প করে করে |
সেবারও পাখিকথক নিয়ে চলেছেন আমাদের | জঙ্গল চেরা ফালি রাস্তা | ডালপালা গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে | গায়ে মুখে ঝাপটাও দিচ্ছে | বিকেল গড়িয়ে চলেছে সন্ধ্যামুখে | শীতের সূর্য একটু শীঘ্র করেই পিতল বরণ ধারণ করেছে | শ শ শশ —|
দেখি ,আমাদের চুপ করতে বলছে পাখিকথক | থমকে দাঁড়ালাম | লম্বা এক গাছের ডগায় লম্বাটে এক শকুন | চোখ কটকটি লাল | দেখে মনে হবে , বাসে ট্রামে প্যাকেটমারি করতে গিয়ে বেজায় মার খেয়েছে পাখিটা | সূর্যের শেষ আলোটুকু তার চোখের লালভাবকে আরো খানিক উন্মাদ করেছে | নিচ থেকে ওপরে তাকিয়ে মনে হচ্ছিল — কী এক উদ্ব্যস্ততায় চোখের কোলে খানিক ঘামও জমছে মারকুটেটার | খুব ভয় আসছিল মনে | পাখিকথককে হেঁকে বললাম — –” চল ভাই ! চল সন্ধে হয়ে আসছে | হোটেলে ফিরি চল | তাছাড়া আমার কেমন অস্বস্তি হচ্ছে ভাই |” পাখিকথক বললে -” এই যে বললেন ,পাখির সুখ দুখ বুঝবেন ? সে কি কেবল সুন্দর রঙ্গালু পাখির ? কুৎসিতের সুখদুখ নেই ? “
বড় দরদ দিয়ে কথা বলছিল সেদিন পাখিকথক | বারবার সেই রক্তজবা চোখ দুটোকে আঙ্গুল তুলে দেখাচ্ছিল | বলছিল –” দিদি এই রাঙা চোখের শকুন হল রাজা শকুন | এর কাজ কী জানেন ? বাকি দুবলাগুলোর জন্য মরা পশু খোঁজা | যে চোখ আপনার মাথা গুলোচ্ছে সে চোখ শুধু খাদ্য সার্চ করে | মজা হল ,আপনি আমি খুঁজি নিজের খাদ্য | রাজা পাখি খোঁজে সবার খাদ্য | খোঁজ পেলে আগে নিজে খেয়ে দেখবে তার স্বাদ কেমন | তারপর সবাইকে সমান ভাগে ভাগ করে দেবে | ওই –ওই যে দেখুন চোখদুটো কেমন ডাইনে বাঁয়ে বনবন করে নড়েই চলেছে | আপনার মনে হচ্ছে ক্রোধ ! কিন্তু ও খলবলে ভাব কেবল খাবার দেখতে পাওয়ার আনন্দে | বিশ্বাস না হয়, একটু অপেক্ষা করে যান |”
———-খানিক বাদে | নিচের মাঠে নেমে এল রাজা | ঠোঁটে টুকরো মৃত প্রাণী | রাজাকে ঘিরে বাকি শকুনরা | অবাক হয়ে দেখলাম নিপুণ ভাগ হলো মোট খাদ্যের | তারপর সবাইকে সমান খাদ্য দিল রাজা | খেল | খুব খেল | একদম হৈ হৈ করে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেল ক্লিষ্ট পাখিকূল |
—–ওমা এ আমার ক্ষুধার্ত ভারত | হেথা রাজা কোথা ? বন্টনই বা — ?
কোথা হে জানেমন
ভারতভাগ্যবিধাতা !
মানব থমকে যা ছোটগল্প – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
ও এসেছিল