দমকা হাওয়ায় অণুগল্প – কাজল আচার্য
বন্ধ ডাকলেই সুধীরবাবুর মাথায় বাজ প্রায় রাত থাকতে উঠে দুটো ট্রেন একটা অটো করে ভোর ভোর কর্মক্ষেত্রে উপস্থিত হতে হয়। উত্তর থেকে দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি তো কম দূরে নয়।স্বাভাবিক দিনগুলোতে বেশ স্বাচ্ছন্দ্যে কাটে কিন্তু কোন রকম সমস্যার দিনে হাড়ে হাড়ে বুঝতে পারেন দূরত্বের অঙ্কটা । সুধীরবাবু মাঝে মাঝেই ওর সহকর্মীদের বলেন, মাথার ঘাম পায়ে ফেলে যারা রোজগার করে সেই দলে আমি একজন।
সেবার এরকমই এক রাত শেষে ট্রেনটা পাবো কী পাবো না রাস্তায় কুকুরের ভয় এই সমস্ত চিন্তায় বিপর্যস্ত সুধীরবাবু হঠাৎ মোড়ে র মাথায় এক রিক্সাওয়ালা দেখে যেন প্রাণে জল এল। এই ভাই স্টেশন যাবে ? রিক্সওয়াল ঘুম জড়ানো গলায় বললো হ্যা সুধীরবাবু মনে মনে হিসাব করলেন সাধারণত পনেরো টাকা নেয় স্টেশনে যেতে এখন কী আর তা চাইবে
নিশ্চয়ই তিরিশ টাকা হাঁকবে।
তা কত দেব ভাই
রিক্সাওয়ালা বললেন যা ভাড়া পনেরো টাকা। সুধীরবাবু বললেন পাঁচটাকা বেশি নিও এত রাতে যাবে। রিক্সাওয়ালা বললো এখন যাচ্ছেন মানে অসুবিধায় পড়েছেন আর এরকম বিপদে পড়া মানুষের থেকে আমি কখনোই বেশি টাকা নেই না। সুধীরবাবু আবাক হয়ে মানুষটার দিকে তাকিয়ে রইলেন আর ভাবলেন যখন
লুঠ করে মানুষ বড় লোক হওয়ার ফন্দি করছে মানবিকতা শব্দটা অভিধান থেকে উঠতে বসেছে তখন এ কোন গ্রহের মানুষ।
হয়তো এরকম কিছু মানুষের জন্যই পৃথিবীটা আজও…
দমকা হাওয়ায় অণুগল্প – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
শ্রাবণ সন্ধ্যা
শাস্তি
তিতির কান্না