কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

চিঠি

চিঠি প্রেমের গল্প – তুষার ভট্টাচাৰ্য

শিলং পাহাড়ে এখন রোজ ভোরের অপূর্ব সূর্যোদয় আর বিকেলের সূর্যাস্ত দেখি l চারপাশের চরাচর মেঘের পাহাড়ে অদ্ভুত স্তব্ধতা জেগে ওঠে l এই অসীম শূন্যতার মাঝে শুধু তোর কথাই মনে পড়ে l এখানকার স্কুলের চাকরিটা ছেড়ে দেব ভাবছি l কলকাতায় ফিরে যেতে ইচ্ছে করছে আবার l কতদিন হয়ে গেল তোকে দেখি না l ইদানীং তোকে খুব দেখতে ইচ্ছে করে মিতা l হোয়াটস অ্যাপ আর ফোন করতেও এখন একদম ভাল লাগে না l আমার হাতে চিঠি লিখতেই বেশি ভাল লাগে l তাই ডায়েরির পাতার পর পাতা তোকে প্রেমের কথা লিখেই যাই l কেন যে লিখি তা নিজেই জানিনা l আসলে তোকে ভীষণ ভীষণ ভালবাসি মিতা l
তোর মনে পড়ে মিতা একবার ঠাকুরঝি ঝিলপাড়ে তোকে সাইকেলে চাপিয়ে নিয়ে গেছিলাম l সেটা ছিল ফাগুন বসন্তের এক বিকেল l ঝিলের চারপাশে লাল কৃষ্ণচূড়া, অশোক, পলাশ, শিমুল ফুলের দীঘল ছায়া ভেসে উঠছিল ঝিলের ফরসা জলে l কোকিল পাখি কুহু কুহু সুরে ডাকছিল জারুল গাছে বসে l
তারপর হঠাৎই আকাশ দিগন্তে কালো মেঘ উড়ে এল কোথা থেকে l টাপুর টুপুর বৃষ্টি এল ঝেঁপে l বৃষ্টি ভেজা তোকে সেই প্রথম আমি জড়িয়ে ধরে ছিলাম l তোর নরম ফরসা গালে ওষ্ঠে চুমু খেয়েছিলাম l সেই বৃষ্টিদিনের কথা এখনও মনে পড়ে মিতা l আগে তোকে একদিন না দেখতে পেলে আমার খুব মন খারাপ হয়ে যেত l তুই রোজ তোদের দো’তলা বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকতিস l আমি তোকে নয়নভরে দেখতাম l
এজন্য একদিন তোর দাদা রণ আমাকে খুব মেরেছিল lশাসিয়ে বলে ছিল যদি আর কোনওদিন এই রাস্তায় দেখি পা ভেঙে দেব l তোর দাদার হাতে মার খেয়ে আর কোনওদিন তোদের বাড়ির পাশে যাইনি l কিন্তু ভালবাসার টান চৌম্বকের মতো l তোদের ইস্কুল ছুটির সময় ছুটে গেছি l তোর টোল পড়া গালে হাসি দেখেই বুঝেছি তুইও আমাকে ভালবাসিস l থাক সেসব কথা l মিতা শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে l তোর হবু বর নাকি ডাক্তার l লন্ডনে থাকে l খুব ভাল হল l তোরা সুখী হোস l তোর হবু বর আমার মতো পাতি মাস্টার তো নয় l সাধারণ একজন প্রেমিকের কোনও মূল্য নেই মিতা l তুই যেখানেই থাকিস, ভালো থাকিস l ভয় নেই এই চিঠি আমি তোকে আদৌ পাঠাবো না l আর কোনওদিন ফোনও করবো না l লন্ডনে চলে গেলে আর কোনওদিন দেখাও হবে না তোর সঙ্গে এই জীবনে l আমি আর বাড়িও ফিরে যাবো না মিতা l এই শিলং পাহাড়ে সূর্যোদয় আর সূর্যাস্তে তোকে আকাশ দিগন্তে খুঁজে বেড়াবো সকাল আর নিঝুম সন্ধ্যাবেলায় l
জানিস ভালবাসার জন্ম আছে কিন্তু কোনও মৃত্যু নেই এই পৃথিবীতে l এই জন্মে না হোক আগামী জন্মে তোকে পাবোই পাবো l
আজ প্রেম দিবস বলেই তোর উদ্দেশ্যে ভালবাসার কথা লিখলাম ডায়েরির পাতায় পাতায় l তুই আমার প্রাণের ঈশ্বরী l পাগলি তোকে ছাড়া কীভাবে কাটাবো ধুলো মাটি জীবন l রাত্তিরে ঘরে বসে গায়ে চাদর মুড়ি দিয়ে ডায়েরির পাতায় এই সব হাবিজাবি মনের কথা লিখছিল কুটুন l চারপাশে শুনশান চরাচর l আর তখনই মোবাইল ফোনটা বেজে উঠল l স্ক্রিনে মিতার নাম ভেসে উঠল l কুটুন ফোনের কল রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতেই আঙ্গুল স্পর্শ করে শুনতে পেল – কুটুন দা তুমি দু’একদিনের মধ্যেই চলে এসো l তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না l তুমি আমাকে কষ্ট দিও না l
এই কথা শোনার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল কুটুন l পূর্ণিমার ধবল চাঁদের আলোয় ঢেকে গেছে পাহাড় l বহুদূর থেকে একটা রাত পাখি মিষ্টি সুরে ডাকছে l কুটুন বসে বসে ভাবতেই লাগল আগামীকাল বাড়িতে ফিরে যাবে কী যাবে না l

চিঠি প্রেমের গল্প – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!