কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » সূচনা পর্ব » কবিতা » মানবতা | পুষ্পেন্দু বিকাশ দাস

মানবতা | পুষ্পেন্দু বিকাশ দাস

bengali magazine

মানবতা

আজ, কিসের তরে করছি মোরা,

জীবন -মরণ খেলা।

ভারতবর্ষ একের নয়কো…

  সব ধর্মের-ই মেলা।

মোরা যতই করি জাতের বিচার,

  এক মাটিতেই জন্ম।

মিলে -মিশেই থাকতে হবে,

                      এটাই মোদের ধম্ম।

হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন,

                  যতই বলি মোরা ভিন্ন।

সব মতেরই  এক পথ যে,

                       কেউ নইকো ছিন্ন।

মনে পড়ে নজরুল আর …

                     রবি ঠাকুরের কথা।

মানবতা আর মনুষ্যত্বই ছিল,

                        তাঁদের জয়গাথা।

নেতাজী আর কালাম ছিলেন,

                         ভারতের-ই মান।

হিন্দু – মুসলিম সবাই মিলে,

                    করে তাঁদের সম্মান।

সব জীবের-ই সব ধর্ম ,

                         রয়েছে মানবেরে।

ঠিক -ঠাক সাজালেই পরে,

                             মধুর সুর ঝরে।

তবে, মানুষ হয়ে মানুষেরে ,

                     কেন জানাই ধিক্কার।

প্রেম – প্রীতির বাঁধনেই রয়েছে,

                           মোদের সংস্কার।

তবে, মিছে কেন ভেদাভেদ,

                    শুধুই ক্ষমতার মোহে।

আজ আছে কাল নেই,

                         কে-বা তারে চাহে।

তবে, কেনই-বা খেলব মোরা,

                             হিংসার হোলি ।

এসো-না সবাই মিলে,

                             হৃদয় দ্বার খুলি।

থাকবো মোরা মিলেমিশে,

                      করবো না-কো ভয়।

সবে মিলে এক হলে,

             তবেই হবে মানবতার জয়।

পুষ্পেন্দু বিকাশ দাস

error: Content is protected !!