তোমারই রঙে রাঙি কবিতা – অঞ্জলি দে নন্দী
যুগ যুগ যুগ ধরে আমি
দোলে রাঙি
শুধু তোমারই রঙে,
ওগো আমার প্রিয়তম স্বামী!
প্রেমের জোয়ারে সব বাধা
মনের টানে ভাঙি।
চলি অভিসারীর ঢঙে।
প্রেমিকা আমি,
তোমার শ্রী রাধা।
তুমিই আমার অন্তর্যামী।
তবুও প্রেমের পরিণতি আমার কেন
শুধুই অনন্ত-কাঁদা?
তোমার প্রেমের সম্পর্ক সত্য নয়,
বিবশ মনে, মনে হয় যেন।
প্রেমের যাতনা কাতর এ হৃদয়
বল গো তুমি!
কত আর সয়?
হে শ্রী মাধব! প্রিয়!
তুমিই আমার প্রেমিক, বরণীয়!
তুমিই আমার বাঁচার অশেষ ভূমি।
তবুই তুমি
আমার চির না পাওয়া।
আমার চির চাওয়া।
তোমারই রঙে রাঙি কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
আসমান সে ভি উঁচা