“মা তুমি আবার এসো….আসছে বছর আবার হবে”—-
মাকে বিদায় দেওয়ার সময় ভাসন পথে আমরা সবাই এই কথাটা বলে থাকি…বিগত বছরেও বলেছি,আর সত্যিই মা এবছরও আসছে কিন্তু সেই আগের বছরের রুপে।হয়তো এবারও আর হইহই হবে না অন্যবারের মতো।বসবে না সেই ফেলে আসা নাগরদোলা,বেলুন ফাটানো বন্দুকের দোকান।মেলায় বেরিয়ে জিলাপি,পাঁপড়,চাউমিন কিংবা বরফের গোলা মিস করবে এই আটপৌড়ে বাঙালি জীবন কিন্তু বই বা পড়াশোনা যা তোমার বা সবার আ-জীবনকালের বন্ধু সেই বন্ধু কিন্তু এবছরও ফিরে আসছে,বসছে আবারও নতুন রুপে নতুন ভাবে।ছোটবেলার সেই শারদীয়া পত্রিকাগুলো এখনও মনে দাগ রেখে যায় আপামর বাঙালির।
আমরা “কলম-পাতুরি” এবার আসছি সেই পূজা সংখ্যা ১৪৩১ পত্রিকা নিয়ে… কিন্তু “অনলাইন” ঠিক শুনেছেন।অনলাইন ম্যাগাজিন নিয়ে আসছি আমরা আপনাদের কাছে।
অডিও মাধ্যম,লিখিত মাধ্যম ও ভিডিও মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট নেওয়া হবে।
আমাদের অনলাইন পূজা সংখ্যার জন্য বিভিন্ন বিভাগে লেখা পাঠাতে পারেন। রহস্য গল্প ভূতের গল্প, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, বাংলার বিনোদন, উপন্যাস, ভ্রমণ কাহিনী পাঠাতে পারেন।
পূজা সংখ্যা ১৪৩১ লেখা জমা দেওয়ার পদ্ধতি
- আঁকা ও লেখা পাঠানোর শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪
- লিখা জমা দিন সরাসরি আমাদের ওয়েবসাইটে অথবা ই-মেল করুন [email protected]
- লেখা অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।প্রকাশিত এবং অনুলিপি করা লেখা গৃহীত হবে না।
- লেখা মেলবডিতে টাইপ করে অথবা ডক (.Doc / .Docx) ফাইলে পাঠাতে হবে। এছাড়া অন্য কোনো ফরম্যাট (.PDF) গৃহীত হবে না।
- শারদীয়া সংখ্যার প্রচ্ছদ পৃষ্ঠার জন্য আঁকা পাঠাতে পারেন।
- মনোনীত একটি আঁকা প্রচ্ছদরূপে ব্যবহৃত হবে। বাকি আঁকা আমাদের চিত্রাঙ্কন বিভাগে প্রকাশ করা হবে।
- কোনো রকম রাজনৈতিক উস্কানিমূলক, নির্দিষ্ট ধর্ম বা জনগোষ্ঠীকে আঘাত করা, উগ্রতাপূর্ণ, নাশকতামূলক, যৌনবিকৃত কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা গ্রহনযোগ্য নয়।
- প্রকাশিত লেখার দায়ভার লেখকের সম্পূর্ণ নিজের। কলম পাতুরি এ বিষয়ে কোনো দায় গ্রহণ করবে না।
ই–মেল করার পদ্ধতি
- ইমেইল সাবজেক্ট লাইনে লিখবেন “পূজা সংখ্যা ১৪৩১“।
- তারপরে ইমেইল বডি তে, প্রথমে আপনি নিজের কাহিনীর নাম অনুযায়ী শিরোনাম “গল্পের নাম” লিখবেন।
- এরপর আপনার লেখা গল্পটি মেল বডিতে বাংলা হরফে টাইপ করে দেবেন।
- গল্পের শেষে :-
- লেখকের নাম, ঠিকানা
- অল্প সংখ্যায় লেখক পরিচিতি
- লেখকের ছবি
- প্রচ্ছদ অর্থাৎ কভার ফটো যুক্ত করবেন
- সোশ্যাল মিডিয়া লিংক(Facebook profile link) অবশ্যই শেয়ার করবেন।
মনোনয়ন পদ্ধতি
- উপরিউক্ত নিয়মাবলী মেনে লেখা পাঠালে তবেই সে লেখা গ্রহণযোগ্য হবে।
- লেখা মনোনীত হলে ই-মেল এবং কলম পাতুরি ফেইসবুক পেজ এর মারফত সকলকে জানানো হবে
বিশেষ দ্রষ্টব্য:
বিচারক সম্বন্ধিত কোনও তথ্য প্রকাশ করা যাবে না। এই প্রতিযোগিতায় বিচারকের বিচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে, তাই ফলাফলের পর বারংবার বিচারকের সম্বন্ধিত কোনও তথ্য যথা: নাম, ঠিকানা এবং বিচার্য সংক্রান্ত জানার অনুরোধ না করাই শ্রেয়।
প্রচ্ছদ বা কভার ইমেজ সংক্রান্ত কিছু তথ্য ?
যে কোনও লেখা প্রকাশ করার পূর্বেই সেই লেখার প্রচ্ছদ অর্থাৎ কভার আপলোড করা যায়। আপনি নিজের তোলা যেকোনও ছবি দিতে পারেন অথবা, ফ্রী-কপি-রাইটহীন ওয়েবসাইট থেকে আপনার লেখার সঙ্গে সামঞ্জস্য রেখে ছবি ডাউনলোড করে দিতে পারেন। একটি বইয়ের প্রচ্ছদ যেমন হয়, তেমনই কলম পাতুরির প্রতিটি লেখা পাঠকদের কাছে আকর্ষণীয় করার জন্য এই প্রচ্ছদ দিতে বলা হয়। আমাদের সিস্টেমে পরীক্ষা করে দ্যাখা গেছে, প্রচ্ছদ যুক্ত লেখায় অধিক সংখ্যক পাঠক আকর্ষিত হন। প্রচ্ছদ দেওয়া বাধ্যতামূলক না, তবে দিতে বলার কারণ বেশী মানুষের কাছে পৌঁছানো ব্যতীত আর কিছুই না।
আপনি ইভেন্টের বিষয়ে কিছু জানতে ইচ্ছুক হলে [email protected] এই ই–মেল আইডিতে ই–মেল করতে পারেন, সকল অংশগ্রহণকারীর জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।