কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » মাত্রাবৃত্তের চন্দন

মাত্রাবৃত্তের চন্দন

মাত্রাবৃত্তের চন্দন কবিতা – শুভদীপ দত্ত প্রামানিক

এটাই বুঝি আনন্দকণা

কেবল রেখে দি অধিতলের শ্রুতি

হ্যাঁ , তুমি আনন্দকণা

              শরীরের সিংহাসনে । 

রেখে দিলাম গির্জার ঘণ্টা

জলসীমা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি বক্রি বৃহস্পতিতে

দেখ কপালে সরীসৃপের মাথা ও ভালোবাসার বশিত্বযোগ 

কেন নিয়ে নাও মাত্রাবৃত্তের চন্দন ? 

ঐ আমি চন্দ্র চুমুক দি

তুমি আনন্দকণা , হ্যাঁ হ্যাঁ মাথায় অক্ষরশুক্রানু।

মাত্রাবৃত্তের চন্দন কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!