রক্ত ও ঘামের ফরিয়াদ কবিতা – পল্লব রায়
আমার অন্ধকার পৃথিবীতে তুমি সেই উচ্ছ¡ল আলোর নদী
যে আমাকে ভাসিয়ে নিয়ে চলেছে একটা কাক্সিক্ষত সূর্যোদয়ের দিকে;
হে প্রিয়তমা-
হে পৃথিবীর যাবতীয় সবুজ ও শস্যের দেবী
আমার অথৈ শূন্যতায় প্লাবিত উষর হৃদয় ভূমিতে এঁকে দাও ফসলের নকশা
এসো ফুলেদের মতো আমরাও আজ তুমুল নগ্ন হয়ে ফুটি!
খুলে দাও আসমানি দেহের কিতাব
আমি তপস্যায় মগ্ন হই বুকের হেরাতে,
পেতে দাও বিশ্বাসের জায়নামাজ
দেহের প্রতিটি আয়াত ছেনে তুলে আনি- সুন্দর!
ঢেলে দাও পিরিতের বিষ
আরও জ্বালাময়ী করে দাও প্রেমিক আঙুল
মন্থনে ফুঁসলে ওঠা ফেনিল সমুদ্র জানুক
অমৃত চেয়ে কিছু কম নয়-
নাবিক গতর চুইয়ে গলে পড়া প্রতি ফোটা ঘাম!
রক্ত ও ঘামের ফরিয়াদ কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
বেড়ানোর টুকিটাকি – টিউসানের সাইকেল টুর থেকে স্কুটিতে দার্জিলিং