কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » বাসন্তিকা সংখ্যা » ছন্নছাড়া জীবন তরী

ছন্নছাড়া জীবন তরী

ছন্নছাড়া জীবন তরী কবিতা – জাবেদ হোসেন ফাহাদ

তৃতিক্ষীত এই পরান পাখি তৃষ্ণায় শুধু জ্বলে
অন্তরাত্মা লোহার মত যাচ্ছে আমার গলে,
নাই বাড়ি ঘর একলা কাটে 
থাকি যে একা রাস্তায় ঘাটে,
অন্ধকারের ক্ষিপ্ত ছায়ায় হলো সঙ্গী সর্ব ক্ষণ
মাঝে মাঝে ভাবী পেতাম যদি কোন স্বজন।

মনটা আজ হয়ে আছে আমার বিষণ্ণ প্রায় 
বিষণ্ণতায় ধুঁকে ধুঁকে আমি নিস্তৃন্য হয়ে যায় ,
আঁধারে ডুবেছি কিনারা নাই,
তবু এক বিন্দু শান্তির অপেক্ষায়,
চাইলেই কি নিস্তৃণ্য হৃদয়ে কেউ জড়াতে চাই
তবুও এই অবুঝ মনে যে মানতে নারাজ হায়।

সেতো কভু হওয়ার নয় শুধুই দেখি যে সপ্ন
সপ্ন দেখতে দেখতে আমি ঘুমে হয় আচ্ছন্ন,
আসবে কি কভু আঁধার কেটে
জোস্নার আলো জীব-নেতে,
আসবে কি কেউ এই হৃদয়ের অরণ্য মাঝে
আসলে সে নিবো যে বন্ধী করে অন্তর বাঁঝে।

জীবন তরী সাঁঝাতে চাই যে প্রেমময় সিক্ত মনে
আসবে কি কেউ আমার এই ছন্নছাড়া জীবনে,
শূন্য খাঁচায় আসলে হায় কেউ,
ভরবে আমার একাকিত্ব দেহ,
যেমন করে হঠাৎ সাগরে উথাল পাথাল করে ঢেউ
জোয়ার ভাটা সব স্থির, তেমনি হঠাৎ আসুক কেউ।

সে হবে আমার কুড়িয়ে পাওয়া এক মুক্তোর মত,
রাখবো তারে সযতনে, দিবো না তারে কভু ক্ষত।

ছন্নছাড়া জীবন তরী কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।


error: Content is protected !!