কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

ভয় পাইনা

ভয় পাইনা কবিতা – তুষার ভট্টাচাৰ্য

রাত্রির নিঝুম অন্ধকার ডানার আড়ালে অমোঘ মৃত্যুর

পরোয়ানা নিয়ে যে লুকিয়ে থাকে থাকুক

আমি আর ভয় পাই না ;

কেননা শৈশবের কাশবন, জল জংলা, খাল বিল, ধূ –ধূ নদীচর পেরিয়ে

আমি দুরন্ত পায়ে

একছুটে চলে যাই – মাঞ্জাকাটা, ভোকাট্টা

রঙিন ঘুড়ির পিছনে ;

আমার হাতে ধরা থাকে রোদ্দুরের

বর্শাফলক,

আমাকে মারবে কে ? আমি তো

আজন্ম এক বাউল কিশোর,

যে ক্ষ্যাপার মতন খুঁজে বেড়াই

ওই দিগন্তের আকাশতলে

ভালবাসার খিড়কি দুয়ার l

ভয় পাইনা কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!