কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » যেমন পারিস খা

যেমন পারিস খা

যেমন পারিস খা কবিতা – বিপত্তারণ মিশ্র

বছর-ভর যে যেখানে যেমন পারিস খা। 

মধ্যে মধ্যে দু-একদিন 

চোখা চোখা বচন দিবি, 

ঘটা করবি 15 আগস্ট, 26 জানুয়ারি, 

নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ — 

ব্যাস। আর কিছু না চাই।

এবার করে খা। সারাবছর খা। 

কালো টাকা, সাদা টাকা 

গণতন্ত্র, অগণতন্ত্র 

ধর্ম কিংবা অধর্ম

ধর্মনিরপেক্ষ, অনিরপেক্ষ 

সবই সমান, সবই চলে 

খাওয়া নিয়ে কথা। পেট ভরলেই হলো।

আসল কথা টুপি, 

টুপি পরানোর খেলা, 

যে যেখানে যাকে পারিস টুপি পরিয়ে খা। 

মাঝে মাঝে চোখা চোখা বচন দিবি, 

যেমন পারিস করে খাবি,

বছর-ভর যে যেখানে যেমন পারিস খা। 

যেমন পারিস খা কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!