কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » পাতাল প্রসব

পাতাল প্রসব

পাতাল প্রসব কবিতা – সৌমিত্র উপাধ্যায়

বিমর্ষ রাত মৃত্যুনিষাদ ধূসর ছিল মত

মরা জ্যোৎস্নায় মাটি ফেটে ফেটে

নীরস হয়েছে পথ

প্রানের প্রবাহ ছেড়েছে সে গাছ

দীর্ঘ আঘাত মৃত ভূত্বকে 

এ মাটির বুকে হবে না কখনও চাষ 

আশা নেই ভাষা নেই 

কালবৈশাখী শোক-শলাকায় বিঁধে পাথর জৈবনির্যাস 

ধীরে ধীরে দূরে জলদ শিবিরে

কোন অবসরে মিলবে অবাকজল 

অজ্ঞতার ওই মাত্রা ছাড়িয়ে 

শান্ত সাগর নীল চরাচরে

ঘটবে পাতাল প্রসব…

পাতাল প্রসব কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!