কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

শেষ চিঠি

শেষ চিঠি কবিতা- মমতা সাহা

তুমি পারবে।
নিজের জেদটাকে চেপে ধরো,
তুমি ঠিক সাফল্য ছুঁতে পারবে।
ততদিনে হয়তো দুনিয়া বদলাবে,
বাঁচার রসদ পরিবর্তিত হবে,
হেডফোনের প্রিয় গানটাও হয়তো শেষ হয়ে যাবে,
যে মানুষটা অসময়ে হাত ছেড়েছিল,
তাকে মনে করার মতো বোকামিরও অন্ত হবে।
তারপর কোনো একদিন হঠাৎ আমাদের দেখা হবে।
চেনা মানুষকে দেখবো নাহয় অচেনার গাম্ভীর্যে।
তীব্র ঝড়ের শেষে উদিত সূর্যের মতো
তোমার ঝলমলে সাফল্যমন্ডিত মুখটা দেখবো নাহয়।
তখনও কুশল বিনিময়ের অধিকারটুকু থাকবে নিশ্চয়ই?
নাকি বলবে “সময় কোথায় সময় নষ্ট করবার?”
পুরানো ক্যানভাসে স্মৃতিরা সেদিন যতই দিক হানা
অনুভূতিদের প্রকাশ করা তখন তীব্র মানা….🙃

শেষ চিঠি কবিতা- সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!