চোর পত্র ছোটগল্প – প্রশান্ত গিরি
ধীরেন বাবু কালেক্টর , রাশভারী চেহারা , অগাধ উপার্জন ,গাড়ি বাংলো কি নেই সেই লিস্টে | রাস্তা দিয়ে যাওয়ার পথে
দেখা যায় বাংলোটি | পচা ওই পথে যাওয়ার সময় প্রায় মা কালী কে মনে মনে প্রণাম করে …’একটি বার ওই ঘরটায় ঢোকার সুযোগ করে দাও মা , জোড়া চালকুমড়ো বলি চড়াবো সামনের অমাবস্যায় ‘| পচা প্রায় স্বপ্ন দেখে ওই বাংলোর
সোনা দানা , টাকা পয়সা সাবাড় করে সে বেশ বড় লোক হয়েছে , কিছু টাকা দিয়ে বাজারের এক কোনে এক খান পানের
গুমটি দিয়েছে , চুরি চামারি এক দম বন্ধ …ও গুলো আবার কেউ করে নাকি ? যত সব ছোটলোকের কাজ , পচা এখন টাকাওয়ালা ভদ্দর লোক , কত সম্মান ঘরে বাইরে ! আচ্ছা বাইরে সেই বিদঘুটে আওয়াজটা কেন কানে আসছে …?
“ওরে পোড়ামুখো …বাংলা খেয়ে সেই কাল রাত থেকে পড়ে পড়ে ঘুমালে হবে ? ঘরে চাল ডাল তেল নুন কিচ্ছুটি নেই …
বলি খাবি টা কি ? ” কি সুন্দর স্বপ্ন টা বউটার চিৎকারে ভয় পেয়ে পালিয়ে গেল , পচা পড়ে পড়ে চোখ বন্ধ করে সেই স্বপ্নের বাংলোয় ঢুকতে চেষ্টা করলো কিন্তু বার বার বন্ধুক হাতে ওই যমের মতো বিহারী দারোয়ানের মুখ সামনে ভেসে আসছে , যাক আজ আর স্বপ্ন দেখে কাজ নেই |
পূজোর ছুটিতে সপরিবার গ্রামে গিয়েছিলেন কালেক্টর মহাশয় , ফিরে এসে দেখলেন সারা বাড়ি লন্ড ভন্ড , আলমারী ভাঙ্গা , বিছানা ওলট পালট ,কাগজ পত্র সারা ঘর ময় ছড়ানো | সাথে সাথে পুলিশে খবর , কালেক্টরের বাড়িতে চুরি !
থানার বড় বাবু ছুটে এলেন পড়ি মরি করে , চললো ইনভেস্টিগেশন , সারা শহর থম থম করতে লাগলো , লোকজন বলাবলি করতে লাগলো …স্বয়ং কালেক্টর এর বাড়িতে যদি চুরি হতে পারে তবে শহরে কিছুই তো সুরক্ষিত নয় | পুলিশের বড় কর্তারা ভুরু কুঁচকে ঘন ঘন মিটিং করতে লাগলেন | শহরে নতুন তালা চাবি দেদার বিকোতে লাগলো |
এ দিকে পচার বউ মুখ শুকনো করে পচা কে মিন মিন করে বললে …”হেঁ গা …শহরে আবার কোন চোরের আবির্ভাব হল ? তোমার দ্বারা কিসসু হবে না …এই লাইনে চুল পাকিয়ে ফেললে তবু এমন একটা চুরি করতে পারলে না , দেখো কেমন সাড়া পড়ে গেছে , সারা শহর কাঁপছে …তা বাপু যেই হোক এলেম আছে বটে …”
পচা বিড়ি টানতে টানতে সব শুনে একটু মুচকি হাসলো …তার পর বিড়ি নিবিয়ে বাইরের উঠোনে ফেলে বললে …”আমি চুরি ছেড়ে দিয়েছি …আর এই সব আমাকে শুনাবি না বউ তোকে বলে রাখলাম …এ লাইনে ঘেন্না ধরে গেছে “
এদিকে দারোগা বাবু পড়েছেন ফাঁপরে , আমতা আমতা করে কালেক্টর বাবু কে জিজ্ঞেস করলেন …”স্যার …কাইন্ডলি বলবেন …কত টাকা আর কি কি চুরি গিয়েছে ? তাহলে আমাদের ইনভেস্টিগেশনে সুবিধা হয় …”
” না মানে সেটাই তো বুঝতে পারছি না …চোর ব্যাটা নিয়েছে টা কি ?…বাড়িতে তো টাকা কড়ি রাখি না , সোনা দানা সব ব্যাংকের লকারে , বাকি তো আমার গৃহিণীর গায়ে …” নিচু গলায় বললেন কালেক্টর মহাশয় |
হটাৎ এক কনস্টেবল চিৎকার করে উঠলো …”স্যার …একটা ক্লু পাওয়া গেছে …অপরাধী মনে হয় একটা চিঠি লিখে রেখে গেছে …”
“দেখি …দেখি …” দারোগা বাবু ছোঁ মেরে কেড়ে নিয়ে চিরকুট খানি সবার সমক্ষে পড়তে লাগলেন …
” কালেক্টর মহাশয়
আপনার কাছে বিনীত নিবেদন , আপনি দয়া করে দরজায় তালা লাগাবেন না , যদি বাড়িতে টাকা কড়ি সোনা দানা না থাকে তবে এত্ত বড় তালা ঝোলানোর কোনও দরকার আছে কি ? আমি চোর বলে কি আমার সময়ের মূল্য নেই ? আর ওই বিহারী বাহাদুরের বাহাদুরি নাই বা বললাম …রাতে শুধু ঘুমায় , আর ওর ও তো দোষ নেই …ও তো জানে যে বাড়িতে কিসসু নেই , লকডাউনে সাধারণ মানুষের বাড়িতে টাকা নেই মানলাম কিন্তু এক জন কালেক্টরের বাড়িতেও কিছু নেই ! ভাবা যায় ! তাই আজ থেকে চুরি ছেড়ে দিলাম …শুধু আপনার কারণে আমার মতো এক জন একনিষ্ঠ চোর তার জীবিকা হারালো “
ইতি
এক হতভাগ্য চোর
চোর পত্র ছোটগল্প – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
প্রচ্ছদ
কায়দায় জীয়ন কায়দায় মরণ
পিরীতি কাঁঠালের আঠা