কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৮ » কবিতা » খাঁটি সোনার মতো

খাঁটি সোনার মতো

খাঁটি সোনার মতো কবিতা – জয়নাল আবেদিন

সেই মেয়েটা আজ ও বিচার পায়নি

চার-চারটে বছর দিন গুনেছে একটু একটু করে

কোন কিছুই খবর হয়নি। কেউ আর এখন-

কেমন আছে- কি ভাবে চলছে দিনান্তে,

ছেলে – মেয়েদের ভবিষ্যতই বা কি, সব কিছু

একটা অন্ধকারে বন্দি হয়ে পড়ে আছে।

শব্দ হয়ে কোনদিন ঝরে পড়বে – সেই অন্ধকার

চিরে আলোর সন্ধানে, ভবিতব্য বলতে পারে ।

প্রভাতী সূর্যের আলোয় রোজকার মতই

বেরিয়ে ছিলো, সংসারের রসদ সংগ্রহে ।

অস্ত যাওয়া সূর্যের মতোই অন্ধকারে কোথায়

হারিয়ে গেছে। খোঁজ মেলেনি আজও তার ।

অথচ তার ও বেঁচে থাকার অধিকার ছিলো এই

পৃথিবীতে। রাজদণ্ড তার হাতে ছিলো না, কিন্তু

প্রতিবাদের ভাষা তার মুখে ছিলো। সেটা

কেড়ে নেবার অভিপ্রায়ে চিরতরে মুখটা বন্ধ

করেছিলো সেদিন রাতের অন্ধকার ।

ছেলে টা শহীদ হয়েছে কিনা জানা নেই, তবে

অনেকের জন্য শহীদ বেদী তৈরি হলেও তারা যে

শহীদ নয় – এটা খাঁটি সোনার মতো খাঁটি ।

খাঁটি সোনার মতো কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!