কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

মা আসছেন

মা আসছেন কবিতা – হামিদুল ইসলাম

মা আসছেন। মা আসেন বরাবর

গত বছর মা এসেছিলেন। হয়েছিলো অকাল বোধন
কিন্তু একটা ভয় একটা ত্রাস আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছিলো আমাদের

ঘরবন্দি জীবন। বিনিদ্র রাত। দেখা নেই কারো সাথে
বন্ধু আত্মীয় স্বজন সবাই নিরুদ্দেশ

তবু মা এসেছেন। সঙ্গে একপক্ষ শৈল পরিবার
ধূপধূনো। ঢাকের বাদ‍্যি ঠিক আগের মতো
তবু জমে নি পূজো। ফাঁকা মণ্ডপ

নেই যেনো মানুষের পদশব্দ। নেই যেনো কুলি কামিনদের হিসহিস চিৎকার
নাকে মাস্ক। হাতে গোণা কিছু মানুষ
এবারেও একই অবস্থা

এবারেও হবে না হৈচৈ। বসবে না নাগরদোলা
বসবে না বেলুন ফাটানো খেলনা বন্দুকের দোকান
হয়তো জিলিপি ভাজবে ক’টা ব‍্যস্ত হাত

পাঁপড় কিংবা চাউমিন বেচার লোক থাকবে না
কিন্তু শারদীয়া পত্রিকা ফিরে আসবে ঠিক আগের মতো
লিপিবদ্ধ হবে মানুষের হাসি কান্নার ইতিহাস। জীবনের খতিয়ান

কলম পাতুরি ফিরে আসবে সাবেকি ছন্দে। নতুন নৃত‍্যে
মা’র আর্শিবাদে সেরে যাবে পৃথিবীর অসুখ

মা আসছেন কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!