কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » সংখ্যার ছড়া-১

সংখ্যার ছড়া-১

সংখ্যার ছড়া-১ ছড়া – মুহাম্মদ আলম জাহাঙ্গীর

এক, দুই, তিন

বই পড় প্রতিদিন।

চার,পাঁচ, ছয়

লেখা পড়া করতে হয়।

সাত,আট,নয়

পড়া লেখার নেই ক্ষয়।

দশ এবং শুণ্য

সমাজে সে মান্যগণ্য। 

সংখ্যার ছড়া-২

এক আর দুই

বই পড়ে জুই।

তিন আর চার

পড়ো বারবার।

পাঁচ আর ছয়

পড়লে মুখস্থ হয়।

সাত আর আট 

পড়ো সকল পাঠ।

নয় আর দশ

পড়লে বারে খ্যাতি যশ

সংখ্যার ছড়া-১ ছড়া – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!