কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » আগমনীর প্রতীক্ষা

আগমনীর প্রতীক্ষা

আগমনীর প্রতীক্ষা কবিতা – ঋতম পাল

দেবীপক্ষের সূচনায়, 

তোমার আসার আভাস পেয়ে;

মন ভরে যায়। 

আগমনীর সুরে মেতেছে ভুবন, 

রঙবেরঙের অনেক আলোয়;

চারিদিক হয়েছে রঙিন। 

মায়ের আগমনে ঘুচবে সব অন্ধকার, 

ফুটবে আশার আলো, প্রতীক্ষার আর কিছুদিন। 

আগমনীর প্রতীক্ষা কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!