এতটা আকাশ কবিতা – কুতুবউদ্দিন মন্ডল
জলের সঙ্গে কথা বলতে
এগিয়ে যায় পথ
হৃদয় দোলানো কত সংলাপ জমে
চোখের সাথে চোখ এর গভীর নীরবতা
কিঞ্চিত মাত্র মুহূর্তে দীর্ঘ স্রোত বয়ে চলে
কোথায় পথের শেষ, কে জানে?
এতটা আকাশ রোমাঞ্চিত হয়
শুধু অস্ফুট জেগে থাকে নির্ভয় রাত্রি।
এতটা আকাশ কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।






অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প