কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

স্বাধীনতা

স্বাধীনতা কবিতা – ফটিক চাঁদ ঘোষ

সর্বাধিক চেয়েছি তো তাকে জীবনের প্রথম প্রহরে

প্রতি পদক্ষেপে চলিষ্ণুতা ঘিরে থাকে যেন দেহ মনে

যেন কোনো বাধ্য বাধকতা যেন বলির পাঁঠার মতো

জড়িয়ে দুর্দিনে দুর্বিপাকে আমাকে নত না করে তীব্র

আঘাতে আঘাতে সয়ে যেতে শাসকের ব্যভিচার আর

প্রভুত্বের ঘৃণ্য পদলেহী দাসত্বের বন্ধন করুণা

দগ্ধ করে দিনরাত মর্মে মরে থাকি মাথা নিচু করে

অফিসের বস কিংবা সাথী এবং চলার পথের পথ্য

মুক্তি!আহা সাগরের ঢেউ যেন বয়ে যাওয়া প্রবল বাতাস!যেন আকাশ ব্যাপ্ত, চারিদিকে সবুজের ডাক

হেঁটে চলি দিগন্তে আলোয়, আঁধারের প্রভা যেন পথে

চিন্তা যেন ভাষা পায় শক্তি, যেন ফুরিয়ে না যায় প্রাণ

স্বাধীনতা প্রথম কামনা, কামনা আজীবন আমৃত্যু

আমি মুক্ত –দিকে দিকে ব্যাপ্ত ঘোষণা আমার অহংকারী।

স্বাধীনতা কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!