কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৮ » কবিতা » গৌতমের প্রতি

গৌতমের প্রতি

গৌতমের প্রতি কবিতা – ঋতম সাহা

লিখতে বসেছি এক সন্ন্যাসীরাজার পরিচয়
জগতে এরূপ চরিত্রের হবেনা কোনোদিন বিকল্প,
সংসারের অমানিশায় সে এনেছিলো আলো
বোঝা তাকে সত্যিই জটিল, যেমন আমিও বুঝেছি তাকে অল্পস্বল্প।
দেয়া হয়েছিলো তাকে শৈশবেই রাজত্বের লক্ষ্য অব্যর্থ,
নামকরণে মুখর রাজমহল, পিতা দিলেন নাম সিদ্ধার্থ।
রাজা-রাজত্ব সকল বিলাসিতা হতেই সে ছিলো অনেক দূরত্বে
রাজকুমার হয়েও কিনা বারবার বলতেন কথা যুদ্ধ বিনা মনুষ্যত্বে।
শুরুর জীবনেই ঘটলো সমাপ্তি মা মহামায়ার জীবনী,
নামে জুড়লো গৌতম, গৌতমী হয়ে উঠলেন তার প্রকৃত জননী।
পিতা চেয়েছিলেন ফেরাতে বিশ্বাস বালকের রাজতন্ত্রে,
শৈশবেই দক্ষ বালক গনিত, বিজ্ঞ্যান আবার বেদমন্ত্রে।
শিক্ষকরা পেলেন দায়িত্ব, হলো গৌতমের শিক্ষা শুরু,
শিশুরূপে আচার্য্য পেয়ে হলেন অবাক, ধন্য সকল গুরু।
দেখিয়েছিলে পশুপ্রেম, তীরবিদ্ধ হংস বাঁচিয়ে আপন জেদে
করলে বিয়ে যশোধরাকে,
আজীবন তোমার স্মৃতি রেখেছিলো আগলে যে ভালোবাসাতে।
ভেবেছিলো পরিবার পুনরায় মহলে দেবে মন
ফিরবে তোমার সংসারে আস্থা,
তবুও তুমি সেই উদাসীনই, ছাড়লে সংসার,
অনুভবে জনজাতির দূরাবস্থা।
গুরু কালামা ও রামাপুত্তা হতে কঠোর যোগ তপস্যায় হলে পুরুষ সিদ্ধ,
ভাঙলে জীর্ন সন্ন্যাস চক্র, গড়লে নতুন তুমি, তুমিই বুদ্ধ।
জটিল রোগে বৃদ্ধ স্পর্শে, ভেঙেছিলে ভ্রান্ত ধারণার বিভীষিকা,
তুমিই পেরেছিলে করতে চিহ্নিত, সকল মানবজীবনের মরীচিকা।
তুমি উদ্ধারে জাগতিক সত্য,
শিখিয়েছিলে রাখতে বিশ্বাস অন্তর্হিত সত্যের অস্তিত্বে,
জীবনের ঝটিকাসফরে শিখেছি ভালোবাসা,
ভক্তিতে নিমজ্জিত কেবল আমি বোধিসত্ত্বে।
পতিতাকে দিলে স্নিগ্ধতা, বিশ্বাস তার মাতৃত্বে,
বিষন্ন মন এখনো পায় বিশ্বাস, কেবল তোমারই অস্তিত্বে।
সিদ্ধিলাভে চিনলো জগত তোমারে, আর্তপীড়িত হলে তোমা দ্বারে আগত,
তুমি হলে পরিত্রাতা তাদের, জীবন চেতনায় তোমাকে পেলাম তথাগত ।
নাস্তিকতায় বিশ্বাসীদেরও চেতনায় তুমি,
নিজের ধর্ম বাঁচাতে অসাধুরা বানিয়েছে তোমাকেই দেবতা,
শিখিয়েছো ত্যাগিতে অন্ধবিশ্বাস, জীবনে যুক্তি প্রধান
জরাজীর্ন সকল ধর্মবিশ্বাসের বিরুদ্ধে চলেছে তোমার যুদ্ধ সর্বদা।
শত শত আঘাতের পরেও, লক্ষ্যে অবিচল তোমার আদর্শে চলা সকল শিষ্য,
তোমার দর্শনে অটূট তারা, বিঘ্নিত হতে দেয়নি এখনো তোমার উদ্দেশ্য।
কত রাজা ছাড়ে রাজত্ব, তোমায় করে আপন কাটিয়েছে যুদ্ধের কান্তি,
তোমার রাজত্বেই তাই ফলেছে কেবল, দেশমাটির গন্ডি পেড়িয়ে কেবল শান্তি।
শিখিয়েছো উপায়, দমাতে অশান্ত হৃদয়, অন্তরের সকল যুদ্ধ,
অষ্টাংগিক মার্গ করেছো শনাক্ত, কেবল এক এবম অদ্বিতীয় বুদ্ধ।

গৌতমের প্রতি কবিতা- সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!