কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » বাসন্তিকা সংখ্যা » সুচেতনা’র প্রতি

সুচেতনা’র প্রতি

সুচেতনা’র প্রতি কবিতা – অঞ্জন বিশ্বাস

আমি অভীক বলছি সুচেতনা!
সুমাত্রার শান্ত সমুদ্রতটে
বেঁচে আছি আজও তোমার জন্য।
জার্নালিস্ট ব’লে প্রহেলিকা করেছো অনিবার
মায়াবন বিহারিনী হরিণীর চপল চাউনিতে
তুমি বলেছিলে, যেইদিন আমি পৃথিবীর
সবচেয়ে বড় খবর আনতে পারবো,
সেইদিন তুমি আমায় ভালোবাসবে।
বড় খবরের নেশায় ক্যামেরা আর নোটবুক হাতে
আমি অবিরাম ছুটেছি পৃথিবীর পথে
সিংহল-সমুদ্র- দারুচিনি দ্বীপের দেশে
অর্ধশতাব্দী ধ’রে আমি আজও খুঁজে চলেছি
তোমার জন্য সুচেতনা।

সাম্রাজ‍্যবাদের করাল গ্রাসে
ধ্বংস হয়েছে কত স্বপ্নপুরী
ধ্বংস হয়েছে শতশত শহর- নগর- বন্দর
ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে দেখেছি
আগুনের লেলিহান শিখা
পুড়িয়ে ছাই করে দিয়েছে হৃদপিণ্ড-কলিজাটাও
আমি দেখেছি গর্ভধারিণী মায়ের পেট চিরে 
নবজাতককে ত্রিশুলে বিধিয়ে উদ্যম উলঙ্গনাচন
আমি শুনেছি কুমারী মায়ের অস্ফুট ক্রন্দন
ফুটিয়ে তুলেছি ধর্ষণে ক্লান্ত শান্ত নারীর নগ্ন রূপ 
সুচেতনা! তোমার এর চেয়েও বড় খবর চাই?
তোমার জন্য বরফ গলেছে আমার সাইবেরিয়ায়
গোবি- সাহারার বুকে নেমে এসেছে শীতলবারিধারা
বিশ্বসংসারের নিগূঢ় প্রদেশ থেকে খুঁজে এনেছি
সুপ্ত খবরটিকেও ;
তবুও তোমার প্রেম –
একটিবারের জন্যও সাড়া দেয়নি আমার ডাকে। 
তাইতো আমি প্রবেশ করেছি সপ্তরথীর চক্রব্যূহে 
বাগদাদের মাটিতে দাঁড়িয়ে দেখেছি
গণতন্ত্রের প্রহসন,
কারাগারের মাঝে চলেছে ‘বন্দী-বসন’ উন্মোচন,
শতশত বুভুক্ষু মানুষের ব্যঙ্গ-বিদ্রূপ চিত্র
মুখ থুবড়ে পড়ে আছে ইতিহাসের পাতায়,
হয়তোবা আর্ট গ্যালারির মাধুর্য বাড়াতে।
কিন্তু সেরা খবর খুঁজতে গিয়ে
সুমাত্রার সুনামি কেড়ে নেয়
রঙিন সাজে সাজানো আমার সন্ধ্যানী দৃষ্টিটুকুও
তারপর পৃথিবীর সব আলো নিভে যায়
সুমাত্রার সমুদ্রতটে।
সুচেতনা! তোমার আরো বড় খবর চাই?
আজ বাবাকে ভীষণ মনে পড়ে
শুনেছি সাত বছর হল ক্যান্সারে….।
দোলা- টা কেমন আছে কে জানে!
হয়তো আর ‘দাদা…. দাদা’ ব’লে দৌড়ে আসে না
হয়তো আর বলে না ‘দাদা একটা ছবি তুলে দে না’ 
এদেশ, ওদেশ, বিদেশ- বিভুঁই যাযাবর আমি,
আজ বড় একা লাগে, বড় একা,

ভায়োলিনের শব্দে স্তিমিত বুকে
জেগে ওঠে অসংখ্য হাহাকার
আজও অভীক ছোটে,

জার্নালিস্ট অভীক ছোটে, শুধু ছুটেই চলে,
দূর হ’তে দূরে, বহু দূরে, দূরে কোথাও….
নিভে গেছে প্রদীপের শিখা
শূন্যময় প্রান্তরে মায়া মমতাহীন গাঢ় অন্ধকার
তবু ছুটেই চলে এদেশ- সেদেশ-দেশান্তরে
তবে আর ক্যামেরা নিয়ে নয় ;
সুচেতনা’র প্রতি অন্ধ অভীক ছোটে –
ভায়োলিন নিয়ে,
খবরের কাগজে বড়ো খবর হ’য়ে।

সুচেতনা’র প্রতি কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!