ঠিক দাঁড়াবো ফের ঘুরে কবিতা – মানিক দাক্ষিত
ভয় ঢুকেছে চোখে-মুখে,ভয় ঢুকেছে অন্তরে,
বলতে পারো ঘুচবে কবে,কোন যাদুবল মন্তরে।
খুশীরা আজ নাইকো মনে,কোন অচেনা প্রান্তরে,
হারিয়ে গেছে শোক তাপেতে, বিষণ্ণতার অম্বরে।
চেনা মানুষ অচেনা আজ, দূরে সরাই চীৎকারে,
স্নেহের বাঁধন টুটছে সদা,এক লহমায় ফুৎকারে।
মরণ আসে যখন তখন, নিত্যনতুন হুংকারে,
স্বপ্ন-আশা তাসের ঘরে, মর্মে মরি ধীক্কারে।
নাইকো হিসাব মরছে মানুষ,জমছে দেহ লাশঘরে,
হারিয়ে স্বজন বিয়োগ ব্যথায়,কান্না শুধু দেশজুড়ে।
কঠিন সময়, চলবে লড়াই,নয় থাকা আর চুপ করে,
বিষের অসুর মেরে সবাই,ঠিক দাঁড়াবো ফের ঘুরে।
ঠিক দাঁড়াবো ফের ঘুরে কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
নবমীর শেষরাত