মাছের নানা পদ কবিতা – গোবিন্দ মোদক
বপ্নে আসে সরষে-ইলিশ, পমফ্রেট মাছ ভাজা,
কিংবা আহা ইলিশ-ভাপা, পমফ্রেট দোপিয়াজা !
চিতল মাছের মুইঠা আর চিংড়ি মালাইকারি,
পাবদা মাছের ঝাল — আহা রান্না রকমারি !
তেল-কই বা রুই-পোস্ত, ভেটকির পাতুরি,
পারশে-ভাপা, দই-কাতলা, আহা ডাবচিংড়ি !
মাছের ঝাল, মাছের তেলে পুঁইশাক চচ্চড়ি,
মুগ ডালের মুড়িঘন্ট, লোটেমাছের ঝুরি !
ট্যাংরা মাছের তেল-ঝাল, তন্দুরি পমফ্রেট,
ইলিশ দিয়ে কচুর লতি পাতে মাছের ভেট !
মৌরলার বাটি-চচ্চড়ি আহা পুঁটি মাছের টক,
ফিশ কাটলেট, ফিশফ্রাই খাওয়ার কত শখ !
তেলাপিয়ার ঝাল আর মাছের ডিমের বড়া,
চুনো-মাছের বাটি-চচ্চড়ি তেল-ঝালেতে কড়া !
মাছের আমি, মাছের তুমি, মাছের নানা পদ,
রাজা খেলেই ঢেঁকুর তোলেন যতো সভাসদ !!!
মাছের নানা পদ কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
আসমান সে ভি উঁচা