কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » অনামী ইচ্ছেরা

অনামী ইচ্ছেরা

অনামী ইচ্ছেরা কবিতা – পূর্বালী দে

মনে তো থাকে না কিছুই,

প্রবাদের স্তরে, কত না কথা,

জুগিয়েছে কত স্পৃহা‌।

নীড়পাতা মিলে বসন্তের শুভেচ্ছায়,

অনামী ইচ্ছেরা।

দূরারোগ্য ভুলে, ভাঙে আর গড়ে,

আসমানী রূপকথায় ,ঝঞ্ঝা বিক্ষুব্ধ-

তবুও প্রয়াস , হোক বারোমাস,

উড়ান জোগায়,কিংবা ঝড়ে।

সংলাপে রোজ ,বসতে থাকা মৌমাছি,

গুঞ্জনে রোজ , কথার সমতলে,

আর্বিভাবে নাম না জানা পাখি-

বন্দিদশায় পালিয়ে যেতে বলে।।

অনামী ইচ্ছেরা কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!