কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

আকাশ

আকাশ কবিতা – বর্ণালী দত্ত

আকাশকে ভালোবাসা বড় বয়সের অভ্যাস

‘শান্তি চাই, সুখ চাই’, এগুলো আমি চাইনা

খোলা মাঠের বুকে দাঁড়িয়ে

আকাশ দেখি, 

রাতের বুকে দাঁড়িয়ে আকাশ দেখি,

ধানের ক্ষেত, কখনও রাস্তার ধার

আবার শুধু খালি একটা সিঁড়ি 

আমায় ডাকে; 

আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি

এক লাইন কবিতা লিখি, দু’কলি গান গাই

অনেক সময় মেঘ ঘনিয়ে বৃষ্টি আসে

ভিজিয়ে দেয় আমায়, হুস থাকেনা তবু,

গঙ্গার ধারের আকাশ কেমন 

আমি জানিনা, জানা নেই

লোকের ভিড় খুব হলে

আকাশ আমায় বুঝবে কিনা

জানালার কোণের আকাশটুকু

আমার নীরবতা বোঝে,

আকাশে ময়লা জমার সময়গুলোতে

আমি আরও অনেকটা পরিষ্কার হয়ে উঠি,

কেউ যদি বলে আমায় ভালোবাসে

আমি চাই, সেও এসে বসুক

ওই জানালার ধারে, আমার পাশে

শুধু আকাশ জানুক 

আমার হাতে হাত রেখে যায় কে ।

আকাশ কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!