প্রসঙ্গ হাইকু কবিতা – অদিতি চক্রবর্তী
প্রসঙ্গ ” হাইকু”
হাইকু “একধরনের সংক্ষিপ্ত জাপানি কবিতা। তিনটি পংক্তিতে যথাক্রমে ৫, ৭ এবং ৫ জাপানি শ্বাসাঘাত মোরাস মিলে মোট ১৭ মোরাসের সংক্ষিপ্ত পরিসরে একটি মুহূর্তে ঘটিত মনের ভাব প্রকাশ করা হয়। জাপানি হাইকু একটি লাইনে লিখিত হয়। সেই বাক্যটিতে ১৭টি মোরাস থাকে। সাধারণত একটি ছবি বর্ণনা করার জন্য হাইকু লিখিত হয়। মোরাস ও মাত্রা একই ব্যাপার নয়। ইউরোপিয়গণ ১৭ মোরাসকে ১৭ দল মনে করে হাইকু লেখার সূত্রপাত করে। তাদের দেখাদেখি বাংলা ভাষায় ১৭ মাত্রার হাইকু লেখার প্রচলন হয়। মোরাস, দল ও মাত্রা এক-একটি ভাষার নিজস্ব শ্বাস অনুসারী। সেই অনুজায়ী ১২ মোরাসে ১৭ সিলেবল হয়। ইউরোপে ইমেজিস্ট আন্দোলনের পর ১৭ সিলেবলের পরিবর্তে আরো বেশি সিলেবলের হাইকু লেখা শুরু হয়েছে। জ্যাক কেরুয়াক প্রমুখ মার্কিন কবিগণ স্বীকার করেছেন যে মার্কিন উচ্চারণ জাপানি উচ্চারণ হইতে সম্পূর্ণ পৃথক। তারা ১৭ দল ও তিন বাক্য্ বন্ধন অস্বীকার করে হাইকু রচিত হয়…)
…….. উইকিপিডিয়া
হাইকুর বৈশিষ্ট্য এবং ইতিহাস :-
এই ছোট্ট কবিতার বিন্যাসে অন্তমিল মুখ্য নয়,
মোট তিন লাইনের হবে,
#কোনো দাড়ি কমা থাকতেও পারে আবার নাও থাকতে পারে,
প্রত্যক্ষ এবং পরোক্ষোভাবে ঋতুবৈচিত্রের উল্লেখ থাকতে হবে ।
গঠন হবে ৫+৭+৫ মোট ‘অক্ষরের সিলেবলে’ গঠিত হয়।হাইকু পৃথিবীর সবচেয়ে ছোটো কাব্য ।
মাৎচুঅ বাশো ( ১৬৪৪ – ১৬৯৪ ) অন্যান্য ‘তানকা বা ওয়াকা’ কবিতা থেকে সম্পূর্ণ আলাদা করে ৫-৭-৫ ‘অক্ষরের সিলেবলে’ নতুন ধরনের ক্ষুদ্রকবিতার প্রচলন করেন! তারপরে Masaoka Shiki (১৮৬৭ – ১৯০২ ) বাশোর কবিতার নতুন নামকরণ করেন এবং ‘হাইকু’ নামে প্রচলন করেন । ১৬৭৯ সালে বাশো নতুন শৈলীর অনুসরণে প্রথম হাইকু লেখেন । যেহেতু দুয়ার থেকে শীত একেবারে অন্দরে প্রবেশ করেছে তাই ::::::;::;;;:: ::::::::::::::
# শীতের হাইকু
::;:::;::::
#হাইকু:
১ কুয়াশা ঘেরা
শীতের ঝিলে পরীযায়ীর মেলা
গল্প লেখে চুপকথারা।(স্বরবৃত্ত ছন্দ)
অদিতি চক্রবর্তী
#হাইকু:
২ নদীর ধারে
রূপোলী বালির চর
চকাচকির ঘর ( স্বরবৃত্ত)
অদিতি চক্রবর্তী
#হাইকু
৩ নতুন গুড়
মিষ্টি মধুর রোদ
সর্বনাশী পৌষ।(স্বরবৃত্ত)
অদিতি চক্রবর্তী
#হাইকু
৪ পেটেতে খেলে
তবে পিঠেতে সয় বুঝি
ধিনতা ধিনা ধিন।(স্বরবৃত্ত)
অদিতি চক্রবর্তী
#হাইকু
৫ পৌষের মিঠেল রোদ
দিচ্ছে ডাক ফসল তোলার
সময় পাতা খসানোর।(স্বরবৃত্ত)
প্রসঙ্গ হাইকু কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
নবমীর শেষরাত