কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৮ » দুলেপাড়ার দুগ্গারা

দুলেপাড়ার দুগ্গারা

দুলেপাড়ার দুগ্গারা

দুলেপাড়ার দুগ্গারা কবিতা – গোবিন্দ মোদক

জলভরা মেঘ বিদায় নিতেই শরতের জানান দিয়ে 

নদীর ধারে ইতি-উতি উঁকি দেয় কাশফুল।

শিউলির কাণ্ড-শাখা-প্রশাখা জুড়ে তখন তুমুল ব্যস্ততা ;

ফুল ফোটাতে হবে যে !

ওদের ব্যস্ততাকে সম্মান জানিয়ে

দুয়ারে এসে দাঁড়ায় শরৎ-বেলা।

রোদ্দুরে লাগে সোনারঙের ছোঁয়া।

চোখের আরাম আনে আশমানি আকাশ। 

পরিযায়ী মেঘের দল ভেলা চড়ে আকাশ ভ্রমণে। 

মা-দুগ্গা আসছেন যে !

ঘরে ঘরে মা-জননীদের তাই কতো প্রস্তুতি ! 

কিন্তু দুলেপাড়ার দুগ্গাদের জীবনে 

কোনও শরৎ থাকতে নেই।

ওদের দু’বেলা বাবুর-বাড়ির কাজ থাকে। 

লাঞ্ছনা থাকে। অপবাদ থাকে। 

লোভী কামার্ত চোখের কুৎসিত ইঙ্গিত থাকে। 

ওদের জীর্ণ পোশাকের ধারে-কাছেও 

শরৎ আসতে পারে না। 

তবুও ওদের কানে আসে ঢাকের আওয়াজ, 

পুজোর মন্ত্রোচ্চারণ। 

কিন্তু বাসন-মাজার শব্দের আড়ালে 

ঢাকা পড়ে যায় আবাহনের বাজনা।

দুলেপাড়ার দুগ্গারা কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!