কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

রাত দেখার

রাত দেখার কবিতা – বদরুদ্দোজা শেখু

কী হবে বাড়িতে থেকে ? চলো —-

আকাশের নীচে যাই, দেখি ঝিকিমিকি

তারার জোনাকিগুলো , আলেয়ার আলো

আঁধারের কালো রূপ , পুঞ্জস্তূপ 

ছায়াপথ, শুঁড়িপথ যেন রাতের আকাশে

শূণ্যতার আদর্শ উদ্যান , প্রাণের জগৎ

ঘুম চোখে হয়তো তাকাবে নাকি তাকাবেনা

তাতে কী এমন আসে যায় ?

পাদপেরা দেখলেই হলো,

আমরা শুনবো তাদের যা ফিসফাস

নিশি যাপনের বিমর্মর, নিশাচর পাখিদের

ডানার ঝাপট, চোখ মটকানো শ্বাপদের

অবিশ্বাস ঘুরবে ফিরবে অধৈর্য্যের

আশপাশে , শয়তানের প্রেতগুলো 

শ্মশানে কি গোরস্থানে ঘুরেও যদি-বা,

আমরা তাদের দেখবো না, দেখলেও আচমকা 

হবো না বিদ্বেষী। কমবেশি রাতের পরশটুকু

 নেবো  জল-মাকড়সার আন্দোলনে 

তরঙ্গ-রেখার মতো সাবলীল বোধে।

আকাশের ছায়ানীল দেখে দেখে 

বড়ো ক্লান্ত মন ঘরের বাসনা ছেড়ে

রজনীর রহস্য কুড়োতে চায়,

চৈতন্যের নিদাঘ জুড়োতে চায়,

তুমি  রাত দেখতে যাবে তো ?

সারা দিনমান কতো কাজকর্ম মান অভিমান

আনন্দ বিষাদ সাধ-স্বপ্ন প্রসাধন ,সম্পর্কের 

কাটাছেঁড়া, ভাঙাচুরা তল্পিতল্পা তদারকি

আগাছা-গুচ্ছের আয়োজন বিলক্ষণ  

বাড়ায় নিদাঘ শুধু চৈতন্যের,

ঘরকে কারার সন্ধিগৃহ মনে হয়,তাই 

 রাত দেখে স্নিগ্ধতার রহস্য কুড়োতে  চাই

চৈতন্যের নিদাঘ জুড়োতে চাই,

তুমি রাত দেখতে যাবে তো ?

রাত নয়, মনে করো —-

নিদাঘের উল্টো পিঠ সে তো  ।।

রাত দেখার – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!