কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৮ » কলমের প্ৰত্যাশা

কলমের প্ৰত্যাশা

কলমের প্ৰত্যাশা কবিতা – বিনিময় দাস

রোজ  টেবিলের উপরে কলমটা ছটফট করে——

মনের ভাবগুলো প্রকাশ করবে বলে,

রোজ  রকমফের অনুভবের স্বাদগুলো 

সাদা খাতার উপরে এঁকে চলে  ৷

কখনো কোনো পৃষ্ঠায়  খুশির বেলুন উড়ে,

কোনো পৃষ্ঠায় প্রেমিকা কাঁদে বিরহের সুরে ৷

কোথাও জীবনের সবকিছু পেয়ে কেউ

পাওয়ার ইচ্ছাকে হারায়,

কেউ বা চেষ্টার হাতিয়ার দিয়ে 

জীবনের ভুলগুলো সারায়  ৷

কোনো পৃষ্ঠায় হয়তো দেখছি

            হিংসার অন্ধকারে ঢেকে আছে আকাশ,

কোথাও বা হৃদয়গুলো 

অহিংসার দুবাহুতে ভালোবাসাকে করছে প্রকাশ  ৷

খাতার কোনো পৃষ্ঠায় হয়তো দেখছি কলম হাঁটছে,

পেছনের লেখাগুলো জীবনের 

হাসি– উল্লাস, রং– তামাশা 

              আর  ব্যথা– বেদনার কথা বলছে  ৷

কোথাও বা কলম আপনত্বের খাতিরে আর

মায়ার বন্ধনে  অপরাধগুলো ভুলছে  ৷

কোনো পৃষ্ঠায় কলম  বারবার ডাকে—-

ভুলো মন যেন ফিরে আসে ঘরে,

খাতার শেষ পৃষ্ঠায় কলম 

দেশবাসীর কাছে শুধু একতা প্রত্যাশা করে  ৷

কলমের প্ৰত্যাশা কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
error: Content is protected !!