কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৮ » কবিতা » বিশ্বাস কাঁপে মৃতভেজা মুঠোতে

বিশ্বাস কাঁপে মৃতভেজা মুঠোতে

বিশ্বাস কাঁপে মৃতভেজা মুঠোতে কবিতা – দেবাশীষ মুখোপাধ্যায়

ঠকে চলেছি

সকালের চায়ের কাপে সে প্রাণ আর নেই

ঠোঁটের ছোঁয়ায় সে মাদকতাও উধাও

বন্ধুদের মুখের দিকে তাকালে ভয় হয়

সেই ঝাঁপিয়ে পড়া সুখচুমুক কই

ঠোঁটে সিগারেট জ্বলতে থাকে

শুধুই অভ্যাসে যেন

জাগনধোঁয়া আজ পাক দিয়ে মেঘ হয় না

চিন্তার স্রোত স্থির অপলক

একঘেয়ে বুকে জ্বলতে থাকে পোড়া গন্ধে

গঙ্গার ঘাটের বিকেলও কেমন বোধহীন

যান্ত্রিক আবেগ চারিদিকে

শালীনতার মাত্রা মুখের ত্রিকোণমিতি মানে না

কোথায় যেন শুধু সময় গিলে খাওয়া

গঙ্গার হাওয়াও জানে বুক কাঁপনের দিন চিতায় পুড়ছে

দিন আসে দিন যায়

যেন শুধু নিয়মের বদল

ক্যালেন্ডারের পাতাও এগিয়ে চলে অন্তিম পানে

জীবন শুধু বুদবুদ হয়ে ওড়াওড়ি করে

মৃতবিশ্বাস খেয়ে গেছে সৌমনস্য স্বপ্নদের

বিশ্বাস কাঁপে মৃতভেজা মুঠোতে কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!