কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

ফিরতি পথ

ফিরতি পথ কবিতা- শুভঙ্কর রায়

 

একদিন সেও হেটে ছিলো সেই পথে , দেখেছিল স্বপ্ন

ভাসিয়ে ছিল লাল , নীল , হলুদ নৌকো ।

জানি সে নৌকো মোহনায় গিয়ে দিশা খুঁজে পায়নি ।

স্রোতের উল্লাসে কাঁপা কাঁপা মাথা নিয়ে ডুবে গেছে ।

তার পর আর খোঁজ করা হয়নি নৌকো গুলোর ।

যদিও বৃথাই চেষ্টা ভেবে নাবিকের দল ফিরে এসেছে মাঝ পথ দিয়ে ।

গোধূলির ডুবন্ত সূর্যে শেষ দেখা ।

নিঝুম রাতের অন্ধকারে গা ঢাকা দিয়েছে বোধয় !

হয়তো বা তারাদের গল্পে হারিয়ে গেছে কালপুরুষের হাত ধরে !

নিয়মিত আজও চিঠি লেখা হয় , পুরনো ঠিকানায় ।

ডাক বাক্সটা পুরনো হয়ে যাওয়ায় জং ধরেছে বহু কাল আগে ।

তাই চিঠি গুলোতে পুরু ধুলোর আস্তরণ ।

হয়তো আবার একদিন সকাল হবে !

আবার আসবে পিয়ন , নিয়ে যাবে সমস্ত মনখারাপের চিঠি !

সূর্যের প্রথম আলোয় ভেসে উঠবে লাল , নীল , হলুদ নৌকো গুলো ।

প্রবল স্রোতে ও গা এলিয়ে দিয়ে ভেসে যাবে স্রোতের বিপরীতে ।

 

ফিরতি পথ কবিতা- সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!