কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » কেমন আছে সুবিমল

কেমন আছে সুবিমল

কেমন আছে সুবিমল কবিতা – সমর দে

কি হয়েছে সুবিমল?

মুখটা কেমন শুকনো লাগছে যেন

রাতের বেলা ঘুম আসে নি বোধ হয় ?

নিজের সাথে নিজের লড়াই ছেড়ে;

বরং একটু বাঁচার চেষ্টা করো।

ভাল্লাগে না আর বুঝি অন্য রকম

পায়চারি তো করতে পারো একটু তখন,

ঘুমের সময় পাল্টিয়েছেই তোমার যখন

দুপুরে না হয় জেগেই করো কষ্ট এখন।

শরীর যখন অসাড়,তবু ঘুম আসে না আর

মিস্টি কথার স্বপ্নেরা করে না অত্যাচার,

কানের কাছে আলতো করে বলে না কাছে আছি,

হাজার ফুল হাজার তারার গল্প এখন বাসি।

রাতের বেলা ঘুম না এলে ঘিরবে চিন্তা হাজার

শরীরটা তো ভেঙেই গেছে ,তবু মনটা রাখো রাজার,        

আরো না হয় ক’টা দিন বাঁচো,বাঁচার মতো

ওষুধ গুলো খেও না আর নিজের ইচ্ছা মতো!

একটাই তো জীবন,বড্ড বেশি দামি

এবার না হয় তুক্ করে দাও,করো না পাগলামি।

জানি, জানি-

কোনো মতে বেঁচে থাকা প্রাণে

লড়াইটা তার চেয়ে কেই বা বেশি জানে;

মানি ,তোমার সব কথাই মানি-

তবু,এতো বড় স্বপ্ন যখন বিন্দুতে জমলো

বিন্দু থেকেই বিস্ফোরণ,বড্ড জোড়ালো,

ওটাই আছে অবশিষ্ট,একটা কিছু ঘাটাও,

সময় কোনো ব্যাপার নয়,এই খবরটা রটাও।

কি বললে তুমি

স্বপ্ন গুলি মিথ্যে দিয়ে ভরা?ফেরে না আর দাঁড়ি পাল্লা ছিঁড়ে?

দুঃচিন্তা অনেক বেশি ভালো,মেশে না আর মিথ্যে কথার ভিড়ে?

হয়তো ঠিক বলছো সুবিমল!

হয়তো হেরেই গেলাম আমি-

স্বপ্নে ঘেরা ফুলের চেয়ে দুঃশ্চিন্তা অনেক বেশি দামি,

সত্যি গুলি করে না যে কখনোই পাগলামি।

কেমন আছে সুবিমল কবিতা – সমাপ্তি

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!