কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » নিরুদ্দিষ্ট কল্পনা

নিরুদ্দিষ্ট কল্পনা

নিরুদ্দিষ্ট কল্পনা কবিতা – সুতপা ব‍্যানার্জী(রায়)

অরাজনৈতিক চেতনার ঘরে পক্ষকাল কাটাতে চাইলেও চেতনার বিষে স্বপ্রতিরোধের স্বগতোক্তি,

একটা ধূসর মানচিত্র সবসময় মস্তিষ্ক জুড়ে,

খেদের পংক্তিমালা ছেড়ে নির্ভেজাল বৃষ্টি দেখব,

সে উপায়ও থাকে না বাস্তববাদী হুঁশের আদেশে,

বলে কাব‍্য তুমি কঠিন,রূঢ়, গদ‍্যময় হয়ে ওঠ,

ওসব উচ্ছ্বাস তোমার চিন্তায় গ্লানিমুক্ত হোক,

কে যেন টের পাওয়াচ্ছে মুষ্টিবদ্ধ হাতের উন্মাদনা,

তবে ঐ মিছিল মাঝে মাঝে লক্ষ‍্যভ্রষ্ট,গতিহারা,

কতগুলো পাতা আর এলোমেলো অক্ষর জ্বলবে?

আগুন গিলে গিলে কবে হবে সে আগুনপাখি?

ওর বুকে কেউ ভালোবাসার শীতলপাটি বিছায়নি,

অকারণ তুলিতে একটা শ্রমক্লান্ত হাত,শিল্পী নয়,

বোধের আত্মার চির বিসর্জন দিয়ে বোদ্ধারা নির্বাক,

অসীমতার শূন‍্যে মাঝে মাঝে সীমার অনধিকার চর্চা,

সাইরেন যখন বেজে গেছে সাইক্লোনে ভয় কি?

সমতল হয়ে যাওয়া একটা একটা চাওয়ার,

শহীদ হতে দেখে হাড় মাসের এক একটা বিনিদ্র রাত,

সাময়িক দোলাচলে বিমুগ্ধ সমাজ বিরাট প্রশ্নচিহ্নে।

নিরুদ্দিষ্ট কল্পনা কবিতা – সমাপ্ত

error: Content is protected !!