কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

টাউনে

টাউনে কবিতা – অঞ্জলি দে নন্দী

আমাদের টাউনে

পূজো করে বাউনে।

কাঁধের ওপর দিয়ে নেমে এসে

বুকের ওপরে পরে থাকে পৈতে তার।

খুব জোরে জোরে জোরে মন্ত্র পড়ে

খক খক খক কেশে কেশে কেশে।

অতি রোগা, হাড় কঙ্কাল সার।

সাদা ধুতি পরে।

বৌ তার দুটি, অপূর্ব সুন্দরী তারা।

তবে একজন বাঁ হাত হারা,

আর আরেকজন, খোঁড়া।

যমজ বোন ওরা।

জন্মের পরই ওদের মা যায় মারা।

বাবা আবার করে বিয়ে।

শিশু মেয়েদের বাড়িতে রেখে দিয়ে

সে লুকিয়ে পালিয়েছিল বৌকে নিয়ে।

কান্নার আওয়াজ শুনে সারা পাড়া

তাদের বাড়ি গিয়ে

ওদের কাঁদতে দেখে।

সবাই মিলে তাদের বড় করে।

পরে দুজনের বর বানায় একে।

তারপর থেকে

বাবার বাড়ি ছেড়ে,

তারা থাকে বরের ঘরে।

স্বামী, বাউন ওদের অন্ন দাতা।

তাই তার শাসনে দু-স্ত্রী-ই তাদের মাথা,

লম্বা ঘোমটায় রাখে ঢেকে।

সব সময়ই তারা থাকে মাথায় এঁকে,

দীর্ঘ সিঁদুরের, মোটা মোটা রেখা, লাল, লাল।

বড় বড় লাল লাল সিঁদুরের টিপ

জুড়ে থাকে তাদের উচ্চ, চওড়া ভাল।

রোজ সন্ধ্যায় ওরা জ্বালায় দীপ।

টাউনে কবিতা – সমাপ্তি

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!