কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৮ » উলঙ্গ সত্য

উলঙ্গ সত্য

উলঙ্গ সত্য কবিতা – শতদল চক্রবর্তী

ধর্মের হাত ধরে সন্ন্যাসী আজ রাজা
সন্ন্যাস না রাজত্ব—– কোনটা তার প্রাধান্য?
বাতাস জুড়ে ছড়িয়ে আছে অবিশ্বাসের ছায়া
ধর্ম-অধর্মের ছাই উড়ে আসে আজ চাতালে ।।

ধর্ম সেখানে নারী-পুরুষ, মৃত্যুর পরোয়ানা
ত্রিশূল সেখানে এক সম্প্রদায় প্রতিভূ
ফিরে আসে নারকীয়তার উলঙ্গ বাতাবরণ
শ্মশান- কবর ছাড়া সবই তার নিরাভরণ ।।

মৃত্যু নাকি সন্ন্যাসের কাছে অমিয়
তবে মৃত্যুর পরোয়ানা জারি করা কি
তোমার আদিম-রিপু? মৃত্যু যন্ত্রণার থেকে
আত্মগ্লানির যন্ত্রনা কি তোমার কাছে কম-বেশী ?

ফিরে এসো তুমি তোমার নিজ ভূমে
যদি হও যোগী, সংসার কি তোমার সাজে?
কেন তবে হানাহানির শিকলে বাঁধো নিজেকে
অনির্বাণ আলোক শিখায় দৃপ্ত হও, দৃপ্ত হও ।।

উলঙ্গ সত্য কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।


error: Content is protected !!