কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » ১৩নং কবিতা পাড়া বাই লেন

১৩নং কবিতা পাড়া বাই লেন

১৩নং কবিতা পাড়া বাই লেন কবিতা – সোমনাথ বেনিয়া

ভোরের পুকুরপাড় থেকে সিঁড়ি উঠে আসছে কুয়াশার ভিতর

এই দৃশ‍্য স্বাভাবিক ভাবে মনের ভালো গাছের সবুজ পাতা

রোদের নমনীয় অপেক্ষা শিরদাঁড়ার গায়ে রাখে আরামদায়ক বিছানা

তখন যদি কেউ ফিরে যাওয়ার কথা বলে ভালো লাগবে কি

এই গ্রহণে আনন্দ নিয়ে দু-হাতের ভিতর গড়ে তুলবো স্বপ্নভূমি

চলো তুলে আনি পুটুশ ফুলের রাত্রিকালীন গন্ধময় বর্ণমালা

কোনো ভুল থাকবে না গন্তব্যের শেষে দাঁড়িয়ে থাকা আগন্তুকের কাছে

আপনমনে প্রশ্ন করে তার উত্তর খুঁজে সমস্ত বিনাশ রাখবো দূরে

মাটির কাছাকাছি প্রতীক্ষা রেখে প্রকাণ্ড সূর্যোদয় দেখবো অবিরাম

সত‍্যদর্শন করে হৃদয়ের মুখের সামনে আনবো দোলপূর্ণিমার প্রেমকথা

সরিয়ে রাখবো বিরহের একবগ্গা রথের আনুমানিক জয়যাত্রা

বিলীন হয়ে যাক যত অনিয়মের পোড়া ডাক দানা বাঁধে অচিরে

পাতালের জল তুলে শিকড়ের তৃষ্ণায় রেখে হবো ভীষণ ফুর

১৩নং কবিতা পাড়া বাই লেন কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!