কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

আক্ষেপ

আক্ষেপ কবিতা – সরিফা খাতুন

সারাক্ষণ ভালো আছি বলতে বলতে

একপ্রকার ভালো থাকার অভ্যাস হয়ে গেছে,

কিন্তু একসময় আমার বুকের ভিতর

একটা মস্ত পাহাড় গড়ে উঠেছিল।

তারপর হঠাৎ করেই দেখি পাহাড় থেকে

ধস নামতে শুরু হয়েছে,

চারিদিকে শুধু ফাটল আর ফাটল

আর পাথর ভাঙ্গা গর্জনের শব্দ।

কেটে গেল অনেক গুলো বছর,

হঠাৎ একদিন দেখা গেল বুকের ভিতর

থই থই করছে জল আর জল।

তারপর বুক চিরে জল পড়তে শুরু হয়েছে,

এখন সবাই সেটাকে ঝরনা বলে।

মাঝে মাঝেই অনেকে আসে ঝরনা দেখতে,

সবাই দেখে পাহাড়ের বুক চিরে বের হচ্ছে জল!

কেউ কখনো আমার চোখের দিকে তাকায় না

কখনও কখনও ভীষন আক্ষেপ হয় জানো,

কেউ কখনো আমার দুঃখ দেখলো না।

আক্ষেপ কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!