কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » পুজো পুজো রব

পুজো পুজো রব

পুজো পুজো রব কবিতা – গোবিন্দ মোদক

আশ্বিন মাস           আবার এলো 

          ফুটলো কাশের রাশি, 

দিঘির জলে           শাপলা শালুক 

             পদ্মকুঁড়ির হাসি। 

ভোরের বেলা            গাছের নীচে 

           শিউলি ফুলের মেলা, 

ঘাসের উপর            শিশির কণায় 

           চিকন রোদের খেলা। 

জবা ফোটে                টগর ফোটে 

            ফোটে যে স্থলপদ্ম,

নীল আকাশে           পেঁজা মেঘের 

           ভাসলো ভেলা সদ্য।

বাতাসেতে-ও              শির-শিরানি 

              মধুর শারদ মাস, 

আগমনীর                 চামর দোলায় 

              নদীর ধারে কাশ। 

মৃৎ-শিল্পী                   ব্যস্ত ভীষণ 

            ঠাকুর গড়ার কাজে, 

বাদল ঢুলির               শারদ ঢাক 

            তাকুড় নাকুড় বাজে। 

মা আসছেন               মা আসছেন

             উঠলো শোনো রব,

মহালয়ার ঐ                আবাহনী 

              দুর্গা মায়ের স্তব।

নতুন জামা                 নতুন জুতো 

             খোকা খুকু সাজে, 

মা আসছেন                 বছর পরে 

           পুজোর বাদ্যি বাজে।

পুজো পুজো রব কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!