কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » পর্দা ঠেকেছে ঠিক কপালের উপরে

পর্দা ঠেকেছে ঠিক কপালের উপরে

পর্দা ঠেকেছে ঠিক কপালের উপরে কবিতা – সমর দে

নিম্নবিত্ত সংসার তো,কোনোই পর্দা নেই ঘরে;

শখ যে করে না ;তাও তো নয়,

বেশ সুন্দর হওয়ায় দোলে

কখনো সখনো চোখ ঢেকে যায়

বেদম হওয়া এলে।

দরজা জানালা বেশ সুন্দর

তুমি আছো যেই;

তুমি না থাকলে কি যেন নেই,কি যেন নেই,

নেড়া নেড়া ভাব

হওয়ার গান বোঝাই যায় না

কপালেও কেউ হাত ছোঁয় না

জানলা দিয়ে রোদ আসে সেই।

শখ ভেঙে গেছে

জড়ো হয়েছে এলোমেলো ভাব;

বুকে জমা নদী তার সাথেই বলি

পর্দায় অভাব।

নদী তো বলে না কখনো কাউকে

প্রবাহের পথে কথা নিয়ে যাবে  ঐ দূরে ,বহু প্রান্তে।

কেউ জানবে না

পার হয়ে যাবে কত অলীক রাত ,

বাবা চলে গেলো বছরও ঘুরলো

জম্মস্মৃতিটা না হয় টাটকা থাক।        

কতো হাড় ভেঙে

পর্দা এলো ঘরে, পছন্দসই রঙের

শখ তো মিটলো

হওয়াও দুললো

ঈর্ষা জুটলো পরের।

সেদিন রাতে ঘুম ভেঙ্গে গেলো

অন্ধকারে কে যেন রাখল হাত

ঠিক কপালের উপরে

চমকে উঠলাম,এ তো বাবারই হাত!

সম্বিৎ এলো অনুভূতিটাও ঝাঁকুনি খেলো

লাইটা জ্বালিয়ে খুঁজছি যেই তন্ন তন্ন করে,

জানি না কিভাবে

পর্দা ঠেকেছে  ঠিক কপালের উপরে!

পর্দা ঠেকেছে ঠিক কপালের উপরে কবিতা – সমাপ্তি

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!