কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৮ » ভেবে দেখো

ভেবে দেখো

ভেবে দেখো কবিতা – রতন বসাক

আমাদের পরিবেশ জল বায়ু আলো নিয়ে
জীবনটা ভালো করে বাঁচে এই সব দিয়ে।
অর্থ কিছু চায় নাতো যতো খুশি নিতে পারি
ব্যবহার করে চলি রক্ষা করি না যে তারি!


গাছ কেটে ফাঁকা করে ঘর বাড়ি গড়ি তাতে
সব কিছু ভুলে যাই নিজে সুখে থাকি যাতে।
জমি ভরে গড়ে যাই খালি রাখি নাতো কিছু
অর্থ কামাতে সবাই ছুটছি স্বার্থের পিছু!


পুকুর ভরাট করি মাটি ফেলে জমি পেতে
নিজের সুখের কথা ভেবে আছি সব মেতে।
খালবিল কমে গেছে মাছ বাঁচবে কী করে
প্রয়োজনে ব্যবহার হয় জল থাকে ভরে।


কারখানা ধোঁয়া ছাড়ে বাতাস দূষিত হয়
বুক ভরে যথাতথা শ্বাস নিতে লাগে ভয়।
গাড়ি সব ছুটে চলে ধুলো ওড়ে পথে কতো
নোংরা আবর্জনা ফেলি এখানে সেখানে যতো।


পশু পাখি হত্যা করি নির্বিচারে প্রয়োজনে
ভারসাম্য নষ্ট হয় এতে ভাবি নাতো মনে।
পরিবেশ ক্ষত হলে বাঁচাটা কঠিন হবে
ভেবে দেখো ঠিক করে তবু করো কেন তবে?

ভেবে দেখো কবিতা – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।

error: Content is protected !!