অবকাশ কবিতা – সুরঞ্জন মাইতি
কর্ম জীবনে অবকাশ তুমি
তুমি মোর কবিতা,
শত দুঃখের অবসান হয়
তোমাতেই ওগো মিতা।
ব্যাথিত মনের কিছু কথা দিয়ে
তোমাকে রচিতে চাই,
তোমাকে ভাবিতে ক্ষণিকের তরে
সব ব্যাথা ভুলে যাই।
আমার ছোট্ট কলমে তোমারে
রাঙাতে যদিগো পারি,
সেইটুকু হবে জীবনে পাথেয়
এই শুধু মনে করি।
কিছু কথা আর কিছু ভুল দিয়ে
মনের খেয়ালে গাঁথি,
হারানো দিনের কিছু স্মৃতি ভাসে
লেখনীর পরে আসি।
তোমাকে নিয়েই স্বপ্ন আমার
জীবনে চলার পথে,
পাওয়া না পাওয়ার হিসাব ভুলেছি
তুমি আছো মোর সাথে।
থাকবোনা আমি, তুমি রয়ে যাবে
একাকিনী মোর দ্বারে,
জীর্ণ মলীন পাতাগুলি তব
সেদিন ভুলিবে মোরে।
অবকাশ কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
বসন্ত ফেরে