কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪২৯ » কবিতা » একলা তখন তুমি

একলা তখন তুমি

একলা তখন তুমি কবিতা – সুজিতকুমার বিশ্বাস

বসন্তদিনে একলা তখন তুমি
উতল হাওয়া তখন তোমার চুলে;
খোলা জানালায় এলোমেলো সেই হাসি
তাকিয়ে ছিলাম সকল কিছুই ভুলে।

বেখেয়েলি মন বুঝেও বোঝে না কিছু
খানিক সময় চেয়ে থাকা মুগ্ধতা!
আমার হৃদয় কাঁপতে তখন থাকে
ওই চোখে ছিল আমার কাব্যকথা।

শুধুই ভেবেছি রোজ এসো জানালায়-
দেখবই চেয়ে প্রতি আজন্ম কাল
কোনো কিছুতেই মোছে না হৃদয় থেকে
তোমার চোখেই করেছি চোখ আড়াল।

আমি নেশাতুর, ধীরে ধীরে সাজছিলে-
অসীম তারায় তোমার তখন শোভা;
আপন চোখেতে আমার গোপন ঘরে
জ্বলতে থাকেই তোমার সকল প্রভা।

একলা তখন তুমি কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!