দীপ্ত শিখায় ছোট গল্প -ময়ূরী মিত্র
ভ্যাপসা দুপুরে ছুটতে হয়েছিল গড়িয়াহাট ৷ বাস ভর্তি লোক গরমে চিটেগুড় ৷ তার সাথে দু-চার মিনিট অন্তর কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া লেগেই ছিল যাত্রীদের ৷ যেই মনে হচ্ছিল — এই রে ঝগড়া ফুরিয়ে যাচ্ছে যে — নতুন বিষয় খুঁজতে ব্যস্ত হচ্ছিলাম ৷ নিজের নিজের মতো দল পাকিয়ে ঝগড়াকুণ্ডলী ৷ কুকুরকুণ্ডলীর মতো গোল্লা গোল্লা পাকানো ঝগড়া ৷ এই ধরনের বাস রাজনীতিতে সাধারণভাবে একজন মোটাসোটা ভারীসারি গলার ভদ্রমহিলা লিড করতে লাগেন এবং লিড করতে লাগেন একটি স্বতঃপ্রবৃত্ত উদ্যোগ ও উত্তেজনা থেকে ৷
এখানেও তাই — একজন প্রচুর লম্বা ও প্রচুর মোটা ভদ্রমহিলা শুরু থেকে মাতিয়ে রাখলেন ৷ কাঁসর গলা ফাটিয়ে ফাটিয়ে নাস্তানাবুদ করে দিলেন পাশের সিটে বসা রোগাটাকে ৷ মোটার দাপটে রোগা মহিলাটি যখন একঠোঙা মিয়োনো মুড়ি হয়ে যাচ্ছে হঠাৎ দেখি নাক দিয়ে রক্ত ঝরছে রোগার ৷ জ্ঞান হারাচ্ছেন ক্রমশ !
আরে আরে আরে ! একি কাণ্ড ! রোগা মহিলার মাথাটি কী গভীর মমতায় কোলে টেনে নিয়েছেন সেই দজ্জালিনী ৷ নিজের মিনারেল পানীয় ঢেলে দিচ্ছেন রোগা মানুষটির মাথায় ৷ চোখের মধ্যে একরাশ জল ও উল্টোঝগড়া মিশিয়ে বাসের সবাইকে কী কাকুতিমিনতিই না করে চলেছেন ডাক্তার ডাকার জন্য ৷ এতক্ষণ যাঁর সাথে লাগাতার ঝগড়া চালাচ্ছিলেন এখন সেই ঝগড়ার সাথীকে বাঁচাবেন বলে হাঁকডাক করে যাত্রী ভর্তি বাস থামালেন গড়িয়াহাটে ৷ আর বাসের সেই ঝগড়ুটে মানুষগুলো — তারাও এখন মহাব্যস্ত মানুষ বাঁচাবার আয়োজনে !
খোলা তপ্ত রাস্তা ম ম করছে মানুষে — কেবল মানুষে ৷ বলতে দ্বিধা করি না –সে মুহূর্তে সেই মানুষের দঙ্গলে খুঁতখুঁতে জিজ্ঞাসা নিয়েএকটি অমানুষ খুঁজে বেড়াচ্ছিলাম আমি ৷ পাইনি ৷ পাশের মানুষের ভালো চেয়ে আরেকটি মানুষের ভালো হয়ে ওঠার আপ্রাণ চেষ্টাটা কী ভীষণ সততায় চারিয়ে গেল গোটা বাসে ৷ দ্রুত –ভীষণ দ্রুত এই সৎভাব ও সদ্ভাবের ছড়িয়ে যাওয়া ৷ আমি অন্তত সেদিন তাই দেখেছিলাম ৷ দেখছিলাম অবাক হয়ে — যিনি ডাক্তার ডাকতে চললেন তাঁর ভারী বস্তা ব্যাগ অক্লেশে ধরে রইলেন সর্বক্ষণ বসার সিট খুঁজতে লাগা ন্যুব্জ বৃদ্ধ ৷
একী কেবল নিজের নিজের ভাল হওয়ার তাগিদে নাকি ওই দজ্জাল স্বার্থপর মহিলার আচানক উত্তরন পরখ করে ? যদি এক মানুষের ভালোটুকু দেখে বাকি পাঁচজনের উত্তরণের লোভ জাগে সে বা মন্দ কী ! শেষ দেখার জন্য থাকিনি আর ৷ শেষ হয়েছিল আমার হাস্যকরভাবে অমানুষ খোঁজা ৷ ফয়সালায় বসেছে তখন দুপুরশেষের আকাশ –আকাশ ভরা সূর্য ৷ অস্পষ্ট জ্যোতিতে তারারাও ছিল কি ?
সে আকাশ বলেছিল —মানুষ চাইলে ভালো হতে পারে লহমায় ৷ আর তাই ভিক্ষে দিয়ে মানুষের বিপ্লবের ইচ্ছেগুলো বোধহয় মারা যায় না ৷
বিপ্লব —উত্তরণ ৷
কখনো বাস ভর্তি মানুষের ৷
কখনো মানুষ ভর্তি বিশ্বের ৷
সূর্য বা তারা —
আলো তাদের ধারের নয় ৷
দীপ্ত শিখায় ছোট গল্প – সমাপ্তি
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প